প্রেমিকার ইমেজ ভেঙে একেবারে নতুন রূপে হাজির শুভশ্রী!

Published : ২১:৩৭, ১৭ সেপ্টেম্বর ২০২৫
প্রেমিকা-ইমেজ ভেঙে একেবারে ভিন্ন আঙ্গিকে হাজির হয়ে ইতিমধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছেন শুভশ্রী গাঙ্গুলি। সম্প্রতি মুক্তি পাওয়া তার অভিনীত ছবি ‘ধূমকেতু’ ও ‘গৃহপ্রবেশ’ তাকে রেখেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
তার মধ্যেই নতুন খবর কৌশিক গাঙ্গুলির সঙ্গে একেবারে অন্য রকম এক অভিযানে নামতে যাচ্ছেন শুভশ্রী! ফাঁস হয়ে গেল তাদের ‘হাসতে হাসতে খুন করা’র রহস্য।
মঙ্গলবার নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী, যেখানে তাকে কৌশিক গাঙ্গুলির সঙ্গে হাসতে দেখা যায়। ক্যাপশনে লিখেন “হাসতে হাসতে খুন করে দেব।” মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। কৌশিকও ছবিটি নিজের ওয়ালে শেয়ার করেন।
যদিও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সূত্র বলছে কৌশিক গাঙ্গুলি তার নতুন এক থ্রিলার ছবির পরিকল্পনা করছেন। আর সেখানে প্রথমবারের মতো শুভশ্রীকে খল চরিত্রে দেখা যাবে।
এছাড়া শোনা যাচ্ছে, ছবিতে অভিনয় করবেন রুদ্রনীল ঘোষও। পরিচালক কৌশিক নিজেও থাকবেন গুরুত্বপূর্ণ এক চরিত্রে। বিশেষ উপস্থিতি থাকবে কৌশিক সেনেরও।
সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন পূজোর পর বা বছরের শেষে শুরু হবে শুটিং। ছবির দৃশ্যধারণ হবে ঝাড়খণ্ড ও উত্তরবঙ্গের নানা লোকেশনে। যদিও নাম এখনো নির্ধারিত হয়নি, তবে জানা গেছে দর্শকদের জন্য অপেক্ষা করছে এক বড়সড় চমক।
বর্তমানে শুভশ্রী গাঙ্গুলি টলিউডের অন্যতম ভরসার নাম। একের পর এক ভিন্নধর্মী চরিত্রে দর্শক ও সমালোচকদের তাক লাগিয়ে দিচ্ছেন তিনি। সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ এবং ‘রায়বাঘিনী ভবশঙ্করী’ এই দুই পিরিয়ড ড্রামাতেও তাকে দেখা যাবে শক্তিশালী চরিত্রে।
এছাড়া ‘গৃহপ্রবেশ’-এ তার পারফরম্যান্স ব্যাপক প্রশংসিত হয়েছে, আর গত আগস্টে মুক্তি পাওয়া *‘ধূমকেতু’*তেও দর্শক তার অভিনয়ে মুগ্ধ। সব মিলিয়ে, শুভশ্রীর ক্যারিয়ারের সাফল্যের গ্রাফ এখন একেবারে শীর্ষে।
BD/AN