ঠাকুরগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের রোড ব্লক কর্মসূচি ৩ ঘণ্টা সড়ক অবরোধে চরম ভোগান্তি

ঠাকুরগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের রোড ব্লক কর্মসূচি  ৩ ঘণ্টা সড়ক অবরোধে চরম ভোগান্তি ছবি: বিজনেস ডেইলি

ঠাকুরগাঁও প্রতিনিধি

Published : ২১:১৯, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ঠাকুরগাঁওয়ে ৬ দফা দাবিতে রোড ব্লক কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত পৌর শহরের বিসিক নগরীর তিন রাস্তার মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা।এতে রাস্তার ৩ দিকে শতাধিক গাড়ি আটক থাকায় চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

দাবিসমূহের মধ্যে কারিগরি শিক্ষার মর্যাদা রক্ষা ও প্রকৌশল খাতে ডিপ্লোমা প্রকৌশলীদের স্বীকৃতি সংক্রান্ত বিষয়গুলো ছিল উল্লেখযোগ্য। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং বিএসসি ডিগ্রিধারীরা একটি ষড়যন্ত্রমূলক নীলনকশার মাধ্যমে কারিগরি শিক্ষাব্যবস্থা ধ্বংস করতে চাইছে।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে দাবি আদায়ে অনড় অবস্থান নেন। ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানালেও তা উপেক্ষা করে শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নেন।

প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সড়কের উভয় পাশে তিন কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সাধারণ যাত্রীদের পাশাপাশি ভোগান্তিতে পড়েন স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও রোগী পরিবহনকারীরা। তবে মানবিক বিবেচনায় রোগী ও অ্যাম্বুলেন্স চলাচলের অনুমতি দেওয়া হয়।

দুপুর ১টা ৪০ মিনিটের দিকে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সড়ক ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে যান চলাচল নিয়মিত করা হয়।

শিক্ষার্থীরা জানান, দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
 

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement