লক্ষ্মীপুরে মিয়ারবেড়ী ইউনিয়ন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Published : ২১:২৩, ১৭ সেপ্টেম্বর ২০২৫
লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নকে বিভক্ত করে মিয়ারবেড়ী নামে নতুন ইউনিয়ন গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ি এলাকায় সর্বস্তরের নাগরিক জনতা ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় আন্দোলনকারীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট নূর মোহাম্মদ, বিএনপি নেতা মো. শফিক, জামায়াত নেতা রফিকুল্লাহ রকি, আবদুল মান্নান, নুর উদ্দিন, ইসলামি শ্রমিক আন্দোলনের নেতা কারী আবুল কাশেম নিজামী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন ইমন ও ইউনিয়ন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান মনিরসহ অনেকে।
বক্তারা বলেন, এই ইউনিয়নের দক্ষিণাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি অবহেলিত। এখানে শিক্ষা ব্যবস্থার কোনো সুযোগ নেই, রাস্তাঘাটের অবস্থা খারাপ। মানুষের সাধারণ জীবন যাপনের জন্য যে নাগরিক সুবিধা প্রয়োজন তা থেকেও তারা বঞ্চিত। অথচ ভবানীগঞ্জ ইউনিয়নের উত্তরাঞ্চলের মানুষ সব সুবিধাই পাচ্ছে। আর এই ইউনিয়নের দক্ষিণাঞ্চলের প্রায় ৮০ হাজার মানুষ শিক্ষাব্যবস্থা, সামাজিক উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নসহ সব অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থায় এই ইউনিয়নকে ভাগ করে মিয়ারবেড়ি নামে নতুন ইউনিয়নের দাবি জানাচ্ছি।
BD/AN