জাতিসংঘ সাধারণ অধিবেশন ও ইয়ুথ ফেস্টিভ্যালে রূপালী বাংলাদেশের শাওন সোলায়মান

Published : ০১:৩৭, ১৮ সেপ্টেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ৮০ তম জাতিসংঘ সাধারণ অধিবেশনের শীর্ষ সম্মেলন এবং রাশিয়ার নিজনি নভোগরদে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল-২০২৫’ এ গণমাধ্যমকর্মী হিসেবে অংশ নিচ্ছেন দৈনিক রূপালী বাংলাদেশের জ্যেষ্ঠ্য প্রতিবেদক শাওন সোলায়মান।
নিউ ইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ে স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর থেকে ‘হাই লেভেল উইক’ শুরু হচ্ছে। এই আয়োজনে জাতিসংঘে বক্তব্য রাখবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সহ জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রধান ও সরকার প্রধানরা।
৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলমান এই আয়োজনে দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অ্যাক্রিডেটেশন পেয়েছেন শাওন সোলায়মান।
এর আগে রাশিয়ার নিজনি নভোগরদ শহরে আয়োজিত ‘ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল-২০২৫’ এ অংশ নেবেন শাওন। আগামীকাল (১৭ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই ফেস্টিভ্যাল চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।
ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল ডিরেক্টরেট এর পৃষ্ঠপোষকতায় উক্ত অনুষ্ঠানে দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন শাওন সোলায়মান।
উভয় আয়োজনে অংশ নিতে গতকাল সোমবার দিবাগত রাতে রাশিয়ার মস্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন শাওন সোলায়মান। সেখান থেকে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নেবেন তিনি।
BD/AN