ভারতে ভয় ছড়াচ্ছে ‘মস্তিষ্কখেকো অ্যামিবা’, প্রাণ গেল ১৯ জনের

Published : ২২:৩০, ১৭ সেপ্টেম্বর ২০২৫
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় বিরল মস্তিষ্কের সংক্রমণ প্রাইমারি অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস (পিএএম)-এ আক্রান্ত হয়ে এ বছর অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। ভয়ঙ্কর এই রোগটি ‘মস্তিষ্কখেকো অ্যামিবা’ নামে পরিচিত হওয়ায় এর প্রাদুর্ভাব ঠেকাতে পুরো রাজ্যজুড়েই সতর্কতা জারি করা হয়েছে।
মন্ত্রী জানান, এ পর্যন্ত মোট ৬৯ জনের শরীরে এই মারাত্মক সংক্রমণ ধরা পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং রোগ বিস্তার রোধে কেরালা সরকার জরুরি পদক্ষেপ নিয়েছে।
এই সংক্রমণের জন্য দায়ী এককোষী জীব নায়েগলেরিয়া ফাউলেরি। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ সংস্থা (সিডিসি) বলছে, এই অ্যামিবা সাধারণত উষ্ণ মিঠা পানিতে, বিশেষ করে অপরিষ্কার সুইমিং পুল, লেক বা উষ্ণ প্রস্রবণে জন্মায়। নাক দিয়ে শরীরে প্রবেশ করেই এটি সরাসরি মস্তিষ্কে গিয়ে কোষ ধ্বংস করে ফেলে। তাই একে বলা হয় ‘মস্তিষ্কখেকো অ্যামিবা’।
কেরালায় এ রোগের প্রাদুর্ভাব এটাই প্রথম নয়। ২০১৬ সালে প্রথমবার রাজ্যে পিএএম শনাক্ত হয়েছিল। এরপর থেকে বিগত এক দশকে রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে-ছিটিয়ে রোগীর সন্ধান মেলে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিশেষজ্ঞদের পরামর্শ, দূষিত পানিতে সাঁতার বা গোসলের সময় যেন নাকে পানি প্রবেশ না করে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
তথ্যসূত্র: এনডিটিভি
BD/AN