ড. ইউনূসের যুক্তরাষ্ট্র সফর ঘিরে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে নিউইয়র্ক পুলিশ

ড. ইউনূসের যুক্তরাষ্ট্র সফর ঘিরে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে নিউইয়র্ক পুলিশ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:১৮, ১৭ সেপ্টেম্বর ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন।

তার সফরকে কেন্দ্র করে যেকোনো অপ্রত্যাশিত ঘটনা রুখতে নিউইয়র্ক পুলিশ সতর্ক ও প্রস্তুত থাকবে, এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বুধবার (১৭ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, সম্প্রতি লন্ডনে যে বিক্ষোভ-ঘটনা ঘটেছিল তা নিয়েও ব্যবস্থা নেয়া হয়েছিল; তবে সংবাদে যা বলা হচ্ছে সবকিছু কাজটির সঙ্গে পুরোপুরি মিল রয়েছে না। উদাহরণ হিসেবে তিনি বলেন, যেই গাড়িটা আক্রমণের শিকার হয়েছে, তাতে উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন না—সে সময় তিনি অন্য গাড়িতে ছিলেন।

তৌহিদ হোসেন বলেন, পশ্চিমা দেশগুলোতে মানুষের রাস্তায় প্রতিবাদ, মিছিল, স্লোগান দেওয়া—এসবই প্রাথমিক নাগরিক অধিকার; এগুলোকে সম্পূর্ণভাবে রোধ করার উপায়ও দেশগুলোরই নেই। সেজন্য প্রধান কাজটি হচ্ছে আমাদের প্রতিনিধি দলের নিরাপত্তা সুনিশ্চিত রাখা। তিনি আশা প্রকাশ করেন, “নিউইয়র্ক পুলিশ এই বিষয়ে ব্যাপক অভিজ্ঞ — তারা প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা করবে; আমি তেমন বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছি না।”

এতে যোগ করে তিনি বলেন, বিক্ষোভ হওয়ার সম্ভাবনা উঁচুই আছে—তাই সেটা পুরোপুরি অস্বীকার করা যাবে না—তবে তা থাকা স্বাভাবিক তো; মূল কথা হলো ডেলিগেশন ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement