চীনে পরিত্যক্ত কুয়োয় পড়ে টানা ৫৪ ঘণ্টা জীবনের লড়াই

Published : ১৬:৩১, ১ অক্টোবর ২০২৫
দক্ষিণ-পূর্ব চীনে ঘটে গেছে এক অবিশ্বাস্য কাহিনি। ফুজিয়ান প্রদেশের কুয়ানঝৌ এলাকায় এক নারী টানা ৫৪ ঘণ্টা সাপভর্তি একটি পরিত্যক্ত কুয়োয় আটকে থাকার পর আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে ফিরেছেন।
৪৮ বছর বয়সী ওই নারী, চেন নামের এই সাহসী মহিলা, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে প্রতিদিনের মতো জঙ্গলে হাঁটতে বের হন। হাঁটার এক পর্যায়ে হঠাৎ পা পিছলে তিনি পড়ে যান এক গভীর কুয়োয়। পরিবারের সদস্যরা সন্ধ্যায় তাকে খুঁজে না পেয়ে নিখোঁজ বলে সন্দেহ করেন এবং বহু চেষ্টা করেও খুঁজে না পেয়ে স্থানীয় উদ্ধারকারী দলের সহায়তা নেন। (সূত্র: জিও নিউজ উর্দু)
১০ সদস্যের একটি রেসকিউ টিম থার্মাল ইমেজিং ড্রোন ব্যবহার করে কুয়োর অবস্থান শনাক্ত করে। ঘন ঝোপঝাড় সরিয়ে তারা দেখতে পান—চেন কুয়োর দেয়াল আঁকড়ে ধরে পানির মধ্যে কোনোমতে ভেসে আছেন। কুয়োর ভেতরে কয়েকটি সাপও ঘুরে বেড়াচ্ছিল।
অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে চেন বলেন -
“কুয়োর ভেতর অন্ধকার ছিল, মশার ঝাঁক আমাকে ঘিরে ধরেছিল। একবার একটি সাপ হাতেও কামড় দেয়, যদিও তা বিষাক্ত ছিল না। তবে পরিবারের কথা ভেবে আমি হাল ছাড়িনি। সাঁতার জানতাম বলে কোনোভাবে ভেসে ছিলাম এবং আশপাশের পাথর ব্যবহার করে শরীরের উপরের অংশ পানি থেকে ওপরে রাখার চেষ্টা করেছি।”
অবশেষে টানা কয়েক ঘণ্টার প্রচেষ্টায় উদ্ধারকারী দল ঝোপঝাড় সরিয়ে তাকে নিরাপদে কুয়ো থেকে বাইরে আনে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা জানান, চেনের দুটি পাঁজর ভেঙেছে এবং ফুসফুসে আঘাত লেগেছে। এছাড়া হাতে সাপের কামড়ের ক্ষতও রয়েছে। তবে বর্তমানে তিনি স্থিতিশীল আছেন। চিকিৎসকেরা বলছেন, পুরোপুরি সুস্থ হতে কিছুদিন সময় লাগবে।
বিডি/এএন