ইলিশের দাম ছুঁয়েছে ৯ হাজার টাকা

ইলিশের দাম ছুঁয়েছে ৯ হাজার টাকা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:০৪, ১ অক্টোবর ২০২৫

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে জেলে ছোবাহান মাঝির জালে ধরা পড়েছে ২ কেজি ২০০ গ্রামের একটি বিশাল ইলিশ। মাছটি বিক্রি হয়েছে ৮ হাজার ৮০০ টাকায়, এবং এই বিরল ঘটনার সাক্ষী হতে মৎস্য বন্দরে উপস্থিত হয়েছেন অসংখ্য মানুষ।

বুধবার (১ অক্টোবর) সকাল ৭টার দিকে আলিপুর মৎস্য বন্দরের জমজম ফিশে মাছটি বিক্রি হয়। মাছটির প্রতি কেজি মূল্য ছিল ৪ হাজার টাকা। কিনেছেন মৎস্য ব্যবসায়ী পি এম মুসা, যিনি পুরো মাছটি ৮ হাজার ৮০০ টাকায় ক্রয় করেন।

এর আগে, গত ২৬ সেপ্টেম্বর এফ বি আশরাফুল ট্রলার সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে যাত্রা করলে অন্যান্য মাছের সঙ্গে এই বড় ইলিশটি ধরা পড়ে।

জেলে ছোবাহান জানান, “সমুদ্রে ইলিশ শিকারের সময় অন্যান্য মাছের সঙ্গে হঠাৎ করেই এই বড় ইলিশটি জালে ধরা পড়ে। সাগরে বড় ইলিশ ধরা পড়া এখন খুবই কম। সাইজে বড় হওয়ায় মাছটি ভালো দামে বিক্রি হয়েছে। অবরোধের আগে এমন একটি মাছ পেয়ে আমি সত্যিই খুশি।”

জমজম ফিশের স্বত্বাধিকারী সাঈদুল ইসলাম বলেন, “বড় সাইজের ইলিশ সচরাচর পাওয়া যায় না। বড় ইলিশ ধরা পড়লে জেলেদের যেমন লাভ হয়, ব্যবসায়ীরাও ভালো দামে মাছগুলো বিক্রি করতে পারি।”

মাছটির ক্রেতা পি এম মুসা জানান, “দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করছি। পুরো বাজার খুঁজে বড় সাইজের এ একটি ইলিশই পেয়েছি। মাছটি ঠাকুরগাঁওয়ে পাঠানো হবে, আশা করছি সেখানে ভালো দামে বিক্রি করতে পারব।”

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “জেলেদের জালে বড় সাইজের ইলিশ এখন প্রায়ই ধরা পড়ছে। এটি ৫৮ দিনের নিষেধাজ্ঞার সুফলও বলা যায়। গভীর সমুদ্রে যাওয়া জেলেদের পাশাপাশি উপকূলীয় জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছেন। দিন দিন ইলিশের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।”

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement