দীপাবলিতেই নতুন বাড়িতে উঠলেন রণবীর-আলিয়া

Published : ২২:৩৭, ১৯ অক্টোবর ২০২৫
প্রায় দুই বছরের অপেক্ষার পর অবশেষে পূরণ হলো রণবীর কাপুর ও আলিয়া ভাটের দীর্ঘদিনের স্বপ্ন—নিজেদের রাজকীয় বাসভবনে ওঠার।
দীপাবলির আনন্দে যখন গোটা বলিউড মাতোয়ারা, তখন এই তারকা দম্পতিও নতুন ঘরকে ঘিরে প্রস্তুত হচ্ছেন জীবনের এক নতুন অধ্যায় শুরু করার জন্য। ছোট্ট কন্যা রাহাকে নিয়ে এই উৎসবেই তারা করবেন গৃহপ্রবেশ, এমনটাই জানিয়েছেন ঘনিষ্ঠ সূত্রগুলো।
তবে গৃহপ্রবেশের আগে সংবাদমাধ্যম ও পাপারাজ্জিদের উদ্দেশে এক বিশেষ অনুরোধ জানিয়েছেন তারা। রণবীর-আলিয়া জানিয়েছেন, জীবনের এই ব্যক্তিগত মুহূর্তে পরিবারের গোপনীয়তা যেন সম্মান করা হয়।
ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, রণবীর ও আলিয়ার নতুন বিলাসবহুল বাসভবন তৈরি হয়েছে সেই ঐতিহ্যবাহী জমির ওপর, যা একসময় ছিল কিংবদন্তি অভিনেতা রাজ কাপুর ও তার স্ত্রী কৃষ্ণা রাজ কাপুরের সম্পত্তি। পরবর্তীতে উত্তরাধিকারসূত্রে জমিটি পান ঋষি কাপুর ও নিতু কাপুর। ঋষির মৃত্যুর পর সেই জমি আসে রণবীরের নামে, আর সেখানেই গড়ে ওঠে ২৫০ কোটি রুপির স্বপ্নের ‘কাপুর হাউস’।
ছয়তলা এই বাংলো যেন বলিউডের রাজকীয়তার এক নিদর্শন। প্রতিটি তলায় রয়েছে ঝুলন্ত বাগান, প্রশস্ত বারান্দা, আর শীর্ষতলায় একটি দৃষ্টিনন্দন সুইমিংপুল, যেখান থেকে দেখা যায় আরব সাগরের মনোরম দৃশ্য। প্রতিটি ফ্লোরে প্রায় ১০টি বড় কক্ষ, রয়েছে ক্লাসিক ডিজাইন ও আধুনিক স্থাপত্যের এক অনন্য মিশ্রণ। জানা গেছে, রণবীর নিজের জন্য তৈরি করেছেন একটি ছোট সিনেমা হল, আর একটি সম্পূর্ণ ফ্লোর সাজিয়েছেন কন্যা রাহার জন্য।
দীপাবলিকে সামনে রেখে রণবীর ও আলিয়া সামাজিক মাধ্যমে এক যৌথ বিবৃতি দিয়ে বলেন,
“এই দিওয়ালিতে আমরা আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করছি। আমাদের জন্য সবার ভালোবাসা ও শুভকামনা সবসময় আশীর্বাদ হয়ে থেকেছে। আশা করি, ভবিষ্যতেও আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা সবাই সম্মান করবেন। সকলকে ভালোবাসা ও দীপাবলির শুভেচ্ছা।”
তাদের এই ঘোষণায় ভক্তদের মধ্যেও দেখা দিয়েছে উচ্ছ্বাস। বলিউডের সবচেয়ে প্রিয় দম্পতিদের একজন রণবীর-আলিয়া, আর এখন সেই সুখের মুহূর্তে যোগ হলো নতুন বাড়ির আনন্দ—যেন সিনেমার মতোই এক পরিপূর্ণ গল্পের পরিণতি।
বিডি/এএন