শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডে গঠন হচ্ছে তদন্ত কমিটি

Published : ১৯:৫১, ১৯ অক্টোবর ২০২৫
ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তের জন্য স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১২ থেকে ১৪ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হচ্ছে।
রোববার (১৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অগ্নি নির্বাপণ ও নিরাপত্তা নিয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠক শেষে দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা বীর প্রতীক ফারুক-ই আজম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নবগঠিত কমিটিকে আগামী ৫ নভেম্বরের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনার বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
উপদেষ্টা ফারুক-ই আজম বলেন, কমিটি শুধু আগুনের কারণ ও তার প্রভাব নিয়েই রিপোর্ট দেবে না, বরং ভবিষ্যতে অন্যান্য দুর্যোগ মোকাবেলায় যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশও করবে। এছাড়া, সম্প্রতি সচিবালয়ে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেই সময় গৃহীত পদক্ষেপও কমিটির আলোচনার বিষয়ভূমি ছিল।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকলেও কেন তা কার্যকর হয়নি, তার জন্য জবাবদিহি চাওয়া হয়েছে। সচিবালয়ের ঘটনায় কাদের গাফিলতি ছিল, তা জানতে পূর্বের কমিটির প্রধান স্বরাষ্ট্র সচিবের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।
একাধিক অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে নাশকতার কোনো শঙ্কা রয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন পাওয়া না পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয়।
বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের বিলম্ব এবং পর্যাপ্ত আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকার বিষয়েও তিনি স্বীকার করেন। তিনি বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব ফায়ার সিস্টেমটি পর্যাপ্ত ছিল না, যার কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়নি। প্রযুক্তিগত সীমাবদ্ধতার কথাও উল্লেখ করে তিনি জানান, কমিটি যদি সুপারিশ করে, তবে দেশের বাইরে থেকে উন্নত প্রযুক্তি আনার বিষয়ে সরকারের বিবেচনা রয়েছে।
এছাড়া ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যে একটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি ক্ষয়ক্ষতির পরিমাণ, অর্থনৈতিক মূল্যায়ন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধের পদক্ষেপ সম্বন্ধে রিপোর্ট দেবে।
সংক্ষেপে, এই কমিটি অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি, প্রশাসনিক ত্রুটি এবং ভবিষ্যতের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সুস্পষ্ট এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
বিডি/এএন