বিসিবির অনুরোধও ফিরিয়ে দিলেন শান্ত

বিসিবির অনুরোধও ফিরিয়ে দিলেন শান্ত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৪৫, ২৬ অক্টোবর ২০২৫

ওয়ানডে দলের নেতৃত্ব হারানোর পর টেস্ট দলের অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়িয়েছিলেন নাজমুল হোসেন শান্ত।

তবে এখনো পর্যন্ত তার স্থলাভিষিক্ত নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ শুরুর আগেই নতুন নেতৃত্বের নাম জানাবে বোর্ড।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের শনিবার (২৫ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, টেস্ট দলের অধিনায়ক হওয়ার প্রস্তাব পেলেও শান্ত তা ফিরিয়ে দিয়েছেন।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন সাম্প্রতিক ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ শেষে শান্তর সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন। সেখানে তিনি শান্তকে পুনর্বিবেচনার পরামর্শ দেন। কিন্তু বিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান,

“শান্ত এখনই কোনো ধরনের নেতৃত্বের দায়িত্ব নিতে আগ্রহী নয়। সে বিষয়টি বোর্ডকে জানিয়ে দিয়েছে।”

ফলে বিসিবি এখন নতুন টেস্ট অধিনায়ক খুঁজতে সক্রিয় হয়েছে। শান্তর না বলার পর বোর্ডের দৃষ্টি পড়েছে বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাসের দিকে। সূত্র মতে, লিটনের সম্মতির অপেক্ষায় আছে বিসিবি।

আগামী ১১ নভেম্বর সিলেটে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই নতুন অধিনায়কের দায়িত্ব শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement