ক্লাসিকোতে প্রশ্ন—রিয়াল ফিরবে, না কি বার্সা জিতবে?

ক্লাসিকোতে প্রশ্ন—রিয়াল ফিরবে, না কি বার্সা জিতবে? ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:১৩, ২৬ অক্টোবর ২০২৫

চলতি মৌসুমের লা লিগায় শিরোপার দৌড়ে উত্তেজনা তুঙ্গে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে। কখনও কাতালানরা এগিয়ে যাচ্ছে, আবার পরের ম্যাচেই শীর্ষে ফিরছে রিয়াল।

ফলে মৌসুমের প্রথম এল ক্লাসিকো দুই দলের পয়েন্ট টেবিলের অবস্থানে বড় প্রভাব ফেলবে বলেই মনে করছেন ফুটবলবিশ্লেষকরা।

রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব—রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

গত মৌসুমে এই একই মাঠে ৪-০ গোলে বার্সেলোনার কাছে হারতে হয়েছিল রিয়ালকে। সেই তিক্ত পরাজয়ের প্রতিশোধ নিতে এবার ঘরের মাঠে জয়ের জন্য মরিয়া ভিনিসিউস-এমবাপ্পেরা। তবে সেই হারের পরও সুপার কাপ ও কোপা দেল রের ফাইনালে কাতালানদের বিপক্ষে ভালো ফল পায়নি লস ব্লাঙ্কোস।

এর আগে লা লিগার শেষ আসরেও বার্সেলোনার মাঠে ৪-৩ গোলে পরাজিত হয়েছিল রিয়াল। সবশেষ পাঁচটি এল ক্লাসিকোর চারটিতেই জিতেছে বার্সেলোনা, যা তাদের মনোবল বাড়িয়ে দিয়েছে। ফলে ম্যাচের আগে মানসিকভাবে এগিয়ে কাতালান ক্লাবটি।

তবুও আত্মবিশ্বাস হারাচ্ছেন না রিয়ালের কোচ জাভি আলোনসো। নিজের প্রথম এল ক্লাসিকো জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চান তিনি।
আলোনসো বলেন, “এল ক্লাসিকো সবসময়ই বিশেষ। বহু বছরের এই প্রতিদ্বন্দ্বিতা আজও সমান উত্তপ্ত। আমরা চাই, এই ম্যাচের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে এবং মাঠে নিজেদের সেরাটা দিতে।”

বর্তমানে রিয়াল মাদ্রিদ ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে, আর বার্সেলোনা তাদের চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে। তাই জয় পেলেই শীর্ষে উঠবে বার্সেলোনা। তবে রিয়ালের ঘরের মাঠে তাদের কাজটা সহজ হবে না।

অন্যদিকে, হান্সি ফ্লিকের অনুপস্থিতি বাড়তি চাপ তৈরি করেছে কাতালান শিবিরে। তার বদলে দল পরিচালনা করবেন সহকারী কোচ মার্কো জরগেস।
জরগেস বলেন, “আমরা ম্যাচের সব দিক পর্যালোচনা করেছি। হারের মধ্যেও শেখার সুযোগ আছে। এখন আমাদের হাতে সমাধান আছে, খেলোয়াড়রা আরও আত্মবিশ্বাসী।”

সব মিলিয়ে লা লিগার শীর্ষ দুই দলের এই লড়াইয়ে রোমাঞ্চের পারদ এখন চরমে—ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন মৌসুমের প্রথম এল ক্লাসিকোর জন্য।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement