সাংবাদিকতা ও উদ্ভাবনের শ্রেষ্ঠদের সম্মাননা ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠিত

সাংবাদিকতা ও উদ্ভাবনের শ্রেষ্ঠদের সম্মাননা ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠিত ছবি: বিজনেস ডেইলি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:১২, ২৬ অক্টোবর ২০২৫

বাংলাদেশের ডিজিটাল সাংবাদিকতা, উদ্ভাবন ও মিডিয়া খাতের অসাধারণ অবদানকে স্বীকৃতি জানাতে অনুষ্ঠিত হলো ডিজিটাল মিডিয়া ফোরাম আয়োজিত ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-এর দ্বিতীয় আসর। গতকাল রাজধানীর অভিজাত হোটেল লেকশোরে এ আয়োজনটি অনুষ্ঠিত হয়। 

এ আয়োজনের মাধ্যমে দেশের শীর্ষ সাংবাদিক, মিডিয়াকর্মী, ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবকদের সম্মাননা জানানো হয়, যারা তথ্যপ্রযুক্তি ও সৃজনশীলতার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব রাখছেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনপ্রিয় উপস্থাপক ড: তৃণা ইসলাম (হেড অফ অপারেশন্স, বিজনেস ডেইলি ) এবং ফয়সাল তিতুমীর (সিনিয়র নিউজ প্রেজেন্টার, যমুনা টেলিভিশন), যারা সজীব উপস্থাপনায় পুরো আয়োজনে প্রাণ সঞ্চারণ করেছেন ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব শফিকুল আলম, মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

বিশেষ অতিথি ছিলেন জনাব ফয়েজ আহমেদ, সিনিয়র সহকারী প্রেস সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়। দেশের শীর্ষ মিডিয়া সম্পাদক, সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর ও ডিজিটাল উদ্যোক্তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত রূপ পায়।

 

ডিএমএফ সভাপতি মো. দেলোয়ার হোসেন, বলেন “এই অ্যাওয়ার্ড শুধু পুরস্কার নয়, এটি বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতের এক অনুপ্রেরণামূলক প্রতীক। সাংবাদিকতা ও প্রযুক্তি উভয়ের সমন্বয়ে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চাই।”

ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-এ ২৫টিরও বেশি পেশাগত সম্মাননা ও বিশেষ জুরি সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও ডিজিটাল সাংবাদিকতা ও উদ্ভাবনে অবদানের জন্যজাতীয় ও আঞ্চলিক পর্যায়ের সাংবাদিক, উদ্যোক্তা ও সৃজনশীল ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। 

সম্মাননাপ্রাপ্ত সাংবাদিকদের মধ্যে রয়েছেন, মোঃ তন্ময় উদ্দৌলাহ (মাল্টিমিডিয়া রিপোর্টার, বৈশাখী টিভি), বিনয় দত্ত (হেড অব রিসার্চ অ্যান্ড এডিটোরিয়াল, ঢাকা পোস্ট), সফিকুল ইসলাম তুষার (মাল্টিমিডিয়া ইনচার্জ, জাগোনিউজ২৪), ফারুক হোসেন মজুমদার (মাল্টিমিডিয়া রিপোর্টার, ৭১ টিভি),

আবু রায়হান ইফাত (স্পোর্টস রিপোর্টার, চ্যানেল আই), কুদরাত উল্লাহ (সাব এডিটর, দৈনিক আমাদের সময়), মোঃ জাহিদুল ইসলাম (সিনিয়র সাব এডিটর ও কালচার অ্যান্ড এন্টারটেইনমেন্ট ইনচার্জ, দ্য ডেইলি সান), ইমরান হক (হেড অব ডিজিটাল, গ্লোবাল টিভি), খান শান্ত (স্টাফ রিপোর্টার, অপরাধ বিভাগ, দৈনিক নতুন সংবাদ),

মোঃ আতিক হাসান শুভ (স্টাফ রিপোর্টার, বাংলা ট্রিবিউন), মোঃ সিফাত রানা (চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, বার্তা২৪.কম), আসিফ ইকবাল (রিপোর্টার, এখন টিভি), মোস্তফা ইমরুল কায়েস (সিনিয়র রিপোর্টার, ঢাকা মেইল), জাফর ইকবাল (স্টাফ রিপোর্টার, দৈনিক কালবেলা), মোঃ পলাশ হোসেন (পাবনা জেলা সংবাদদাতা, এনটিভি অনলাইন), খান মাহমুদ আল রাফি (মেহেরপুর জেলা সংবাদদাতা, দৈনিক কালবেলা), এস. কে. সাগর (স্টাফ রিপোর্টার,

দৈনিক চট্টগ্রাম প্রতিদিন), আরিফুল ইসলাম আরমান (হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভস, ঢাকা পোস্ট), সোলায়মান হোসেন শাওন (সিনিয়র রিপোর্টার, দৈনিক রূপালী বাংলাদেশ), শারমিন পারভিন (লিয়ানা) (মাল্টিমিডিয়া রিপোর্টার, নিউজ২৪), মোঃ ওয়ালিউল হাসানাত (নিউজরুম এডিটর ও মাল্টিমিডিয়া রিপোর্টার, দৈনিক যুগান্তর),

সাইফুল ইসলাম (হেড অব মাল্টিমিডিয়া, ঢাকা পোস্ট), সামেউল আলিম (মাল্টিমিডিয়া রিপোর্টার, দৈনিক করতোয়া), আরিফুল ইসলাম (রিয়াদ প্রতিনিধি, সৌদি আরব), মাহির দিয়ান মাহদি (মাল্টিমিডিয়া চায়না করেসপন্ডেন্ট, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), মোহাম্মদ আব্দুল মজিদ সুজন (টরন্টো প্রতিনিধি, কানাডা) এবং মোঃ আব্দুল খালেক (স্পেশাল করেসপন্ডেন্ট, গ্লোবাল টেলিভিশন)।

এবারের পুরস্কারপ্রাপ্তদের মধ্যে অন্যতম ছিল পামপে, যারা “এক্সিলেন্স ইন ডিজিটাল ক্রেডিট এনাবেলমেন্ট (স্মার্টফোন সেগমেন্ট)” পুরস্কারে ভূষিত হয়েছে। পামপে লিমিটেড একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ফিনটেক প্রতিষ্ঠান, যা আর্থিক অন্তর্ভুক্তি ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

এছাড়াও উল্লেখযোগ্য পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, পাঠাও অ্যাপ– এক্সিলেন্স ইন ডিজিটাল ইনোভেশন (লোকাল), ওয়ালটন ফ্রিজ– পাইওনিয়ার রেফ্রিজারেটর ম্যানুফ্যাকচারিং ইন বাংলাদেশ, এনপলি– পাইওনিয়ার ইন পাইপ অ্যান্ড ফিটিংস ম্যানুফ্যাকচারিং,

গাজী পাম্পস অ্যান্ড মোটরস– পাইওনিয়ার অব ওয়াটার পাম্প ইনোভেশন, উইগ্রো– রুরাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড, স্যাট একাডেমি– ইমার্জিং লিডার ইন এডুটেক, দৈনিক যুগান্তর– মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ডিজিটাল নিউজ কন্টেন্ট পাবলিশার, দৈনিক কালবেলা– ফাস্টেস্ট রাইজিং মাল্টিমিডিয়া ইনোভেশন অ্যান্ড ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড। 

২০২৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ডিএমএফ বাংলাদেশে ডিজিটাল সাংবাদিকতা, প্রযুক্তি ও উদ্ভাবনের মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। এ আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটি আবারও প্রমাণ করেছে, বাংলাদেশের ডিজিটাল মিডিয়া খাত এখন আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement