সাদিয়া আয়মানের শোক প্রকাশ ফার্মগেট দুর্ঘটনায়
Published : ১৬:৩৬, ২৬ অক্টোবর ২০২৫
রাজধানীর ফার্মগেটে একটি মর্মান্তিক দুর্ঘটনায় পথচারী নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড নিচে পড়ে তার মাথায় আঘাত হানে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের নাম আবুল কালাম। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এখনো নিহতের পরিচয় সম্পূর্ণভাবে শনাক্ত করা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আবুল কালাম ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ উপরের পিলার থেকে একটি বিয়ারিং প্যাড পড়ে তার মাথায় আঘাত হানে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের মধ্যে তুমুল প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিনেত্রী সাদিয়া আয়মানও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি রোববার নিজের ফেসবুকে লিখেছেন, “ফেসবুকে ঢুকেই এমন একটি নিউজ দেখে মনটা খারাপ হয়ে গেল।
সত্যিই, জীবনের ইতি কখন, কোথায় ঘটবে কেউ জানে না। তবে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কারও জন্যই কাম্য নয়। আল্লাহ আমাদের সবাইকে তাঁর হেফাজতে রাখুন।”
সাদিয়ার পোস্টের কমেন্টবক্সেও নেটিজেনরা নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। একজন লিখেছেন, “এই দেশে হাঁটতে হাঁটতেও মানুষ মারা যায়।” আরেকজন মন্তব্য করেছেন, “নিউজটি দেখে মন খারাপ হয়ে গেল।”
মোটকথা, ফার্মগেটে মেট্রোরেলের এই দুর্ঘটনা শহরের নিরাপত্তা ব্যবস্থার দিকে গুরুত্ব দিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
বিডি/এএন

































