মদিনায় ভারি বৃষ্টিতে সব স্কুলে ক্লাস স্থগিত

মদিনায় ভারি বৃষ্টিতে সব স্কুলে ক্লাস স্থগিত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৭:৩৬, ৮ ডিসেম্বর ২০২৫

সৌদি আরবের মদিনা অঞ্চলে ভারি বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার সম্ভাবনা বিবেচনায় নিয়ে সোমবার সব স্কুলে সশরীরে ক্লাস স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা কর্তৃপক্ষ।

মদিনার সাধারণ শিক্ষা প্রশাসনের আওতাধীন সকল গভর্নরেটের স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানকে এই নির্দেশনা পালন করতে হবে।

শিক্ষা বিভাগ নিশ্চিত করেছে, সোমবারের জন্য নির্ধারিত ক্লাসগুলো শিক্ষার্থীদের জন্য অনলাইনের মাধ্যমে মাদ্রাসতি প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি পূর্বাভাস দেয়ার পরই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের কাছে তথ্য অনুযায়ী, শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। আবহাওয়ার পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় এই সতর্কতা অবলম্বন করা হয়েছে।

সূত্র: গালফ নিউজ

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement