আজ থেকে নতুন মূল্যে বিক্রি হবে ভোজ্যতেল

আজ থেকে নতুন মূল্যে বিক্রি হবে ভোজ্যতেল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৭:৪৮, ৮ ডিসেম্বর ২০২৫

দেশের বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি পেয়েছে। নতুন এই মূল্য সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হচ্ছে।

গত রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা এবং আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা বৃদ্ধি পেয়ে ১৯৫ টাকা হয়েছে। ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারিত হয়েছে ৯৫৫ টাকা। পাশাপাশি, খোলা সয়াবিন তেলের নতুন দাম প্রতি লিটার ১৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ পরিবর্তনের ফলে বাজারে ভোজ্যতেলের ক্রেতাদের ওপর কিছুটা চাপ পড়ার সম্ভাবনা রয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement