সান্তিয়াগো বার্নাবেউয়ে রোববার রাতে অনুষ্ঠিত লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদ সেল্টা ভিগোর কাছে ২-০ গোলে হেরেছে।
এটি ২০০৬ সালের পর প্রথমবার রিয়ালের মাঠে সেল্টার জয় এবং ২০১৪ সালের মে মাসের পর প্রথমবার লা লিগায় রিয়ালকে হারানোর ঘটনা।
ম্যাচে বল দখলে রিয়াল এগিয়ে থাকলেও প্রথমার্ধে গোলের দেখা পাননি তারা। ২৪তম মিনিটে ইনজুরিতে পড়েন রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিলিতাও, ফলে তাকে মাঠ ছাড়তে হয়। প্রথমার্ধের বাকি সময়ে রিয়াল দুই-একটি শট নেয়, কিন্তু সেল্টার গোলকিপারের যথাযথ প্রতিরোধে এগোতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় সফরকারী সেল্টা। ৫৩ মিনিটে উইলিয়ট সুইডবার্গের গোলের মাধ্যমে তারা ১-০ ব্যবধান গড়ে। ৬৪ মিনিটে রিয়ালের বিরুদ্ধে আরও ধাক্কা আসে, যখন ফ্রান গার্সিয়া দুই মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড পাওয়ার পর লাল কার্ড দেখায় মাঠ ছাড়েন।
ম্যাচের শেষ পর্যায়ে রিয়াল বেশ কিছু আক্রমণ চালালেও গোল করতে পারেনি। যোগ করা সময়ে প্রথম মিনিটে আলভারো ক্যারেরাসকে হলুদ কার্ড দেখানো হয় ভিলিয়তকে ফাউল করার জন্য, এরপর রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করলে তিনি লাল কার্ড পান। পরের মিনিটে ইয়াগো আসপাসের পাস থেকে সুইডবার্গ ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন।
এই ফলাফলের ফলে রিয়াল মাদ্রিদ শেষ পাঁচ লা লিগার ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেরেছে। ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তারা টেবিলের দ্বিতীয় স্থানে আছে, সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা।
































