শ্রমিককে ‘তুলে নেওয়ার’ অভিযোগে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

শ্রমিককে ‘তুলে নেওয়ার’ অভিযোগে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:০১, ২১ ডিসেম্বর ২০২৫

ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে এক শ্রমিককে জোরপূর্বক ‘তুলে নেওয়ার’ অভিযোগে সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

রোববার (২১ ডিসেম্বর) সকালে ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। অবরোধকারীরা পিএ নিট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিক।

শ্রমিকরা জানান, গাজীপুর এলাকা থেকে কারখানার নিজস্ব বাসে করে কর্মস্থলে আসার পথে সৌখিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস শ্রমিকবাহী গাড়িকে ধাক্কা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে আমিনুল নামের এক শ্রমিক সৌখিন পরিবহনের বাসে উঠে চালকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান। পরে তাকে ওই বাসের ভেতরেই আটকে রেখে বাসটি ময়মনসিংহের দিকে নিয়ে যাওয়া হয়—এমন অভিযোগ করেন শ্রমিকরা।

এ ঘটনার প্রতিবাদে কারখানার শতাধিক শ্রমিক ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকরা সৌখিন পরিবহনের কয়েকটি বাস আটক করে রাখলেও অন্য যানবাহন চলাচলের সুযোগ দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করে।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন,

“শ্রমিককে তুলে নেওয়ার অভিযোগে মহাসড়ক অবরোধ করা হয়েছিল। পরে সৌখিন পরিবহনের কর্তৃপক্ষ ওই শ্রমিককে ভালুকা থানায় নিয়ে আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।”পুলিশ জানায়, এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement