অস্ত্রসহ চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী বুইশ্যা গ্রেপ্তার

অস্ত্রসহ চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী বুইশ্যা গ্রেপ্তার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৪৪, ২১ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রাম মহানগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শহীদুল ইসলাম ওরফে বুইশ্যাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে নগরীর পাঁচলাইশ থানার একটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্র জানায়, বুইশ্যাকে গ্রেপ্তারের সময় তিনি র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে র‌্যাবের কৌশলী অভিযানে শেষ পর্যন্ত তাকে অস্ত্রসহ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তার কাছ থেকে একটি পয়েন্ট ৯ এমএম বোরের পিস্তল উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তথ্য অনুযায়ী, শহীদুল ইসলাম বুইশ্যার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও সন্ত্রাসবিরোধী আইনে মোট ১৯টি মামলা রয়েছে। তাকে আটক করার বিষয়ে বিস্তারিত জানাতে র‌্যাব আজ রোববার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ৯ অক্টোবর বুইশ্যাকে ধরতে তার আস্তানায় অভিযান চালায় সিএমপি। সে সময় তাকে আটক করা সম্ভব না হলেও তার আস্তানা থেকে ১৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে আরও জব্দ করা হয়েছিল টাকা গণনার একটি মেশিন, যা দিয়ে চাঁদাবাজির টাকা গণনা করা হতো বলে পুলিশকে জানিয়েছিল তার সহযোগীরা। ওই অভিযানে বুইশ্যা পালিয়ে গেলেও তার ঘনিষ্ঠ সহযোগী মো. বেলাল (২৮), হৃদয় বড়ুয়া (৩০) ও মো. আজাদ (২৩) গ্রেপ্তার হন।

দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শহীদুল ইসলাম বুইশ্যা আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত শীর্ষ অপরাধী হিসেবে পরিচিত।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement