যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের।

যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৫৫, ২৭ ডিসেম্বর ২০২৫

শহীদ ওসমান হাদি হত্যার ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর সাড়া না পাওয়ায় যেকোনো মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও জাতীয় সংসদ ভবন ঘেরাওয়ের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ।

শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ মোড়ে জাতীয় জাদুঘরের সামনে দ্বিতীয় দিনের মতো চলমান বিক্ষোভ কর্মসূচিতে এ ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

তিনি বলেন, “যারা ভাবছেন এক মাস ক্ষমতায় থেকে পরে বিদেশে পাড়ি জমাবেন, তাদের কাউকেই সেফ এক্সিট দেওয়া হবে না। বিদেশে পালাতে পারবেন না। রক্তের সঙ্গে বেইমানি করলে এই জমিনেই জনতার আদালতে বিচার হবে।”

হাদি হত্যার খুনিদের গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের পেছনের পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

আবদুল্লাহ আল জাবের আরও বলেন, “আন্দোলন শুরুর পর থেকে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া পাওয়া যায়নি। এই উদাসীনতার কারণে আগামী দিনে যে কোনো সময় যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হতে পারে।”

এদিকে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement