প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ছাত্রী, পাঁচ দিন পর মরদেহ উদ্ধার

প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ছাত্রী, পাঁচ দিন পর মরদেহ উদ্ধার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:০৩, ১৮ জানুয়ারি ২০২৬

পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজ থাকার পাঁচ দিন পর একটি বিল থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রোববার (১৮ জানুয়ারি) সকালে ফরিদপুর উপজেলার জন্তিহার গ্রাম ও পার্শ্ববর্তী নলুয়া গ্রামের মাঝামাঝি একটি বিল থেকে ফরিদপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত স্কুলছাত্রীর নাম মোছা. সুরাইয়া খাতুন (১৩)। তিনি পাবনার ফরিদপুর উপজেলার বৃলাহিড়ীবাড়ী ইউনিয়নের পাঁচ জন্তিহার গ্রামের বাসিন্দা মো. স্বপন খানের মেয়ে। সুরাইয়া সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৩ জানুয়ারি বিকেলে সুরাইয়া প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে আর বাড়িতে ফেরেনি। পরিবারের লোকজন আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে নিখোঁজের বিষয়ে কোনো তথ্য না পাওয়ায় ১৬ জানুয়ারি সুরাইয়ার দাদা আব্দুল জব্বার খান ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রোববার সকালে জন্তিহার ও নলুয়া গ্রামের সংলগ্ন বিলের মধ্যে স্থানীয় কয়েকজন একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে ফরিদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে স্বজনদের মাধ্যমে মরদেহটি সুরাইয়া খাতুনের বলে শনাক্ত করা হয়।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসাইন জানান, নিখোঁজের পাঁচ দিন পর স্কুলছাত্রীর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement