মৃত্যুর পর ধর্মেন্দ্রের জুহুর বাংলোতে বড় পরিবর্তন
Published : ২২:৪০, ১৮ জানুয়ারি ২০২৬
গত বছরের ২৪ নভেম্বর মুম্বাইয়ের জুহু এলাকায় নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। দীর্ঘদিন ধরে ওই বাড়িতেই তিনি স্ত্রী প্রকাশ কৌর ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বসবাস করে আসছিলেন।
এবার অভিনেতার মৃত্যুর পর সেই জুহুর বাংলোটি সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বাড়িতে আরও একটি তলা যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে, যার নির্মাণকাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।
সেলিব্রিটি সাংবাদিক ভিকি লালওয়ানির দাবি অনুযায়ী, ধর্মেন্দ্রর জুহুর বাসভবনে একটি নতুন ফ্লোর নির্মাণ করা হচ্ছে। বাড়ির বাইরের অংশে ক্রেন স্থাপন করা হয়েছে এবং কম্পাউন্ডসংক্রান্ত কাজও চলমান রয়েছে। একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানানো হয়েছে, “পরিবারের শিশু সদস্যরা বড় হচ্ছে, ফলে তাদের জন্য অতিরিক্ত জায়গার প্রয়োজন দেখা দিয়েছে।” প্রতিবেদনে আরও বলা হয়েছে, পুরো সংস্কার ও সম্প্রসারণ কাজ শেষ হতে প্রায় চার থেকে পাঁচ মাস সময় লাগতে পারে।
ধর্মেন্দ্রর এই জুহুর বাংলোটি আধুনিক নকশায় নির্মিত এবং দীর্ঘদিন ধরেই এটি একটি যৌথ পারিবারিক আবাস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এখানে বসবাস করতেন অভিনেতার বড় ছেলে সানি দেওল, তার স্ত্রী পূজা, তাদের দুই ছেলে ও পুত্রবধূ। পাশাপাশি ছোট ছেলে ববি দেওলের স্ত্রী তানিয়া এবং তাদের দুই সন্তানও এই বাড়িতেই থাকতেন। বর্তমানে ধর্মেন্দ্রর স্ত্রী প্রকাশ কৌর ছাড়াও অভিনেতার বোন ও তার সন্তানরা সেখানে বসবাস করছেন।
বড় একটি পরিবার একসঙ্গে থাকার কারণে জায়গার সংকট তৈরি হওয়ায় বাড়িটিতে আরও একটি তলা যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই জুহু বাংলোর ইন্টেরিয়র ডিজাইনের দায়িত্বে ছিলেন ববি দেওলের স্ত্রী তানিয়া।
অন্যদিকে, ধর্মেন্দ্রর মৃত্যুর পর তাকে শেষবারের মতো বড়পর্দায় দেখা গেছে ‘একিস’ সিনেমায়। ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। একই সময়ে তার বড় ছেলে সানি দেওল নতুন সিনেমা ‘বর্ডার ২’-এর মাধ্যমে আবারও দর্শকদের সামনে ভিন্ন রূপে ফিরতে প্রস্তুত হচ্ছেন।
বিডি/এএন


































