পুরান ঢাকার ভাটিখানা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) ওই এলাকার একটি মেসের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
নিহত শিক্ষার্থীর নাম আকাশ সরকার। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়।
একই বাসায় থাকা সহপাঠী ইশতিয়াক জানান, তিনি পরীক্ষার প্রস্তুতির জন্য পড়াশোনা করছিলেন। এ সময় আকাশ সরকারের বান্ধবীর কাছ থেকে ফোন পেয়ে তিনি তার কক্ষের দরজায় গিয়ে ধাক্কা দিতে থাকেন। এক পর্যায়ে দরজা খুলে গেলে ভেতরে আকাশের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তিনি দ্রুত পুলিশকে বিষয়টি জানান।
গেন্ডারিয়া থানার তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান জানান, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


































