একই দিনে নির্বাচন ও গণভোটের তফসিল চ্যালেঞ্জ

একই দিনে নির্বাচন ও গণভোটের তফসিল চ্যালেঞ্জ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৫৫, ৫ জানুয়ারি ২০২৬

সাম্প্রতিক সময়ে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের তফসিলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

রিটে ১১ ডিসেম্বর জারি করা নির্বাচনী তফসিল বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।

এই রিটটি দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। আবেদনে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আগামী সপ্তাহে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে বলে জানা গেছে।

রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নেই। সে কারণে এই সরকারের অধীনে নির্বাচন আয়োজন সাংবিধানিকভাবে সম্ভব নয় বলে তিনি দাবি করেন। তার মতে, নির্বাচন হতে পারে কেবল তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্বাচিত সরকারের অধীনেই।

এ বিষয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে আদালতের রায়ের ওপর নির্ভর করেই আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময়সূচি এবং আয়োজন পদ্ধতি প্রভাবিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement