এই সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এই সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:১২, ৫ জানুয়ারি ২০২৬

জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে গোয়েন্দা নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি আশ্বস্ত করে বলেন, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তী সরকারের সময়েই সম্পন্ন করা হবে। সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাদি হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত এগোচ্ছে এবং শিগগিরই মামলার চার্জশিট দাখিল করা হবে। এ ঘটনায় ইতোমধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। “এই সরকারের মেয়াদেই বিচার কাজ শেষ করতে আমরা বদ্ধপরিকর,”—জোর দিয়ে বলেন তিনি।

জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করতে যারা অপচেষ্টা চালাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোট বানচালের যেকোনো ষড়যন্ত্র কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো রোধে বিশেষ আলোচনা ও কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, চলমান ‘ডেভিল হান্ট-২’ অভিযানে এখন পর্যন্ত ১৪ হাজার ৫৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিস্ট বা উসকানিমূলক এজেন্টরা যেন কোনো দলের ভেতরে অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement