ট্রাকচালক চরিত্রে এই আব্বাস আসলে কে ?

Published : ১২:৩৪, ১২ মে ২০২৫
হইচই অরিজিনাল সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’য় অন্যতম গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। হইচইয়ের পর্দায় এর আগেও বেশ কিছু চরিত্রে তাঁকে অভিনয় করতে দেখা গেছে। তবে এই সিরিজে তাঁর চরিত্রটি একদম ভিন্ন; গরম মেজাজের ও আত্মবিশ্বাসী এক নারীর।
‘মহানগর’-এর ‘ওসি হারুন’ থেকে ‘মোবারকনামা’র মোবারক—মোশাররফ করিম এত দিন হইচইয়ের দর্শকদের মনে দাগ কেটেছেন তাঁর সিরিয়াস ও ইনটেন্স চরিত্রে অভিনয় দিয়ে। ‘বোহেমিয়ান ঘোড়া’য় ট্রাকচালক আব্বাস চরিত্রটি হইচইয়ের দর্শকদের জন্য হতে যাচ্ছে এক দারুণ চমক।
এই সিরিজে নিজের অভিনীত চরিত্র নিয়ে মোশাররফ করিম বলেন, ‘অমিতাভ রেজার সঙ্গে এত বড় পরিসরে এটাই আমার প্রথম কাজ। সেই সঙ্গে দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণেই এই সিরিজের সঙ্গে আমার যুক্ত হওয়া। আর হইচইয়ের সঙ্গে আমার সম্পর্কটা তো বহুদিনের, তাই এই সিরিজ নিয়েও প্রত্যাশা অনেক। দর্শক “বোহেমিয়ান ঘোড়া”তে সম্পূর্ণ নতুন কিছু পাবে বলে আমার বিশ্বাস।’
বাস্তব জীবনে তানজিকা আমিন যেমন, ঠিক তার বিপরীত চরিত্রে দেখা যাবে তাঁকে ‘বোহেমিয়া ঘোড়া’য়। মৌসুমী হামিদকে দেখা যাবে নারী মৌয়ালের চরিত্রে। সাদিয়া আয়মান অভিনয় করেছেন ছটফটে, চঞ্চল এক তরুণীর ভূমিকায়। জুঁই করিমকে দর্শক দেখবেন একদম নতুন আঙ্গিকে। সঙ্গে আছে ফারহানা হামিদ, তাঁর চরিত্রে রয়েছে সংযম, অনুভূতি আর নিঃশব্দ এক অভিজ্ঞান, যা দর্শকদের ছুঁয়ে যাবে। এ ছাড়া অদিতি ও বৃষ্টি দুই নতুন মুখের আবির্ভাব ঘটেছে এই সিরিজে।
পরিচালক অমিতাভ রেজা চৌধুরী তাঁর পুরো মুনশিয়ানা দিয়েই নির্মাণ করেছেন সিরিজটি। তিনি বলেন, ‘“বোহেমিয়ান ঘোড়া” সিরিজে আব্বাস কীভাবে ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহ একসঙ্গে সামলান, সেই কৌতুকপূর্ণ জটিলতা উঠে এসেছে, সঙ্গে আছে নানা ধরনের রোড অ্যাডভেঞ্চার। আর যাঁরা অভিনয় করেছেন, তাঁরা সবাই আমার প্রাণের মানুষ। দুর্দান্ত এক জার্নি ছিল আমাদের সবার। এখন শুধু অপেক্ষা হইচইয়ের দর্শকের কাছে আমাদের “বোহেমিয়ান ঘোড়া” পৌঁছানোর।’