বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি আবারও সমালোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। সম্প্রতি প্রতারণার অভিযোগে তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে মুম্বাই পুলিশ ‘লুকআউট’ নোটিশ জারি করেছে। অভিযোগে বলা হয়েছে, এই দম্পতি ৬০ কোটি রুপি আত্মসাৎ করেছেন। এরই মধ্যে শিল্পার ব্যক্তিগত জীবন নিয়ে নানা চাঞ্চল্যকর গুঞ্জন ছড়িয়েছে।
কয়েকটি সংবাদে বলা হয়েছে, রাজ কুন্দ্রা বাড়ি ছেড়ে গেছেন এবং শিল্পা নতুন প্রেমে জড়িয়েছেন। তবে প্রকৃত পরিস্থিতি ভিন্ন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে রাজ কুন্দ্রা অভিনীত ছবি ‘মেহার’। ছবিতে তিনি সর্দারের চরিত্রে অভিনয় করেছেন। প্রচারের অংশ হিসেবে শিল্পা ফারহা খানের সঙ্গে আলাপের সময় মজা করে বলেছেন, তিনি এখন ‘প্রেমিকের সঙ্গে’ আছেন। পরে তিনি পরিষ্কার করেছেন, তার ‘প্রেমিক’ আর কেউ নন—স্বামী রাজই।
ফারহা খানের জিজ্ঞাসায় শিল্পা বলেন, “আমি এখন আমার প্রেমিকের সঙ্গে আছি।” এমন মন্তব্যে ফারহা বিস্মিত হন। তবে শিল্পা ব্যাখ্যা দেন, এখানে বলা ‘প্রেমিক’ বলতে রাজকে বোঝানো হয়েছে, যিনি ছবিতে সর্দারের চরিত্রে অভিনয় করেছেন।
এদিকে রাজ কুন্দ্রার ক্যারিয়ারও নতুন মোড় নিয়েছে। ‘মেহার’ ছবির মুক্তির আগে তিনি ঘোষণা দেন, ছবির প্রথম দিনের আয় তিনি পাঞ্জাবের বন্যার্তদের জন্য দান করবেন। চলতি বছর তার আরও তিনটি পাঞ্জাবি ছবি মুক্তি পাবে। এছাড়া রাজ অংশ নিচ্ছেন সালমান খানের সঞ্চালনায় চলা রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এও।
সব মিলিয়ে নতুন সিনেমা, টেলিভিশন প্রজেক্ট এবং সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকলেও প্রতারণার মামলার কারণে রাজ-শিল্পাকে ঘিরে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। ভক্তরা এখন আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন, কীভাবে এই ঝড় সামলাবেন বলিউডের এই দম্পতি।