অক্টোবর ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার দুই প্রতিপক্ষই লাতিন আমেরিকার

অক্টোবর ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার দুই প্রতিপক্ষই লাতিন আমেরিকার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৩৮, ৭ সেপ্টেম্বর ২০২৫

বিশ্বকাপ বাছাইপর্ব শেষে এবার অক্টোবরের ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। প্রথম ম্যাচে লিওনেল স্কালোনির শিষ্যরা নামবে আগামী ১০ অক্টোবর মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে।

কিছুদিন আগেই বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে লিওনেল মেসির দুর্দান্ত জোড়া গোলে ৩-০ ব্যবধানে জয় পায় আলবিসেলেস্তেরা। এবারও একই প্রতিপক্ষের বিপক্ষেই মাঠে নামতে যাচ্ছে তারা।

দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচটি হবে ১৩ অক্টোবর শিকাগোর সোলজার ফিল্ডে। সে ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পুয়ের্তো রিকো, যারা বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৫৭ নম্বরে অবস্থান করছে।

এর আগে আর্জেন্টিনার চীন সফরের পরিকল্পনা থাকলেও তা বাতিল হয়ে যায়। মেক্সিকোর বিপক্ষে খেলার উদ্যোগও চুক্তিগত জটিলতায় বাস্তবায়িত হয়নি। শেষ পর্যন্ত বিকল্প হিসেবে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর সঙ্গে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement