তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীঘির মন্তব্য

Published : ১৮:৩৯, ৭ সেপ্টেম্বর ২০২৫
শিশুশিল্পী হিসেবে যে জনপ্রিয়তা প্রার্থনা ফারদিন দীঘি পেয়েছিলেন, বড় হয়ে তা ধরে রাখতে পারলেন না। বর্তমানে তার জায়গা দখল করেছে সমালোচনা এবং নানা আলোচনা। সঙ্গে প্রেমের গুঞ্জনেরও ছোঁয়া রয়েছে। তৌহিদ আফ্রিদির সঙ্গে তার নাম জড়িয়ে গিয়েছিল। এই বিষয় নিয়ে এর আগেও দীঘি কথা বলেছেন।
তৌহিদ আফ্রিদি বিয়ের পিঁড়িতে বসানোর পর আলোচনার উচ্ছ্বাস কিছুটা কমেছিল। কিন্তু সম্প্রতি তার গ্রেপ্তারের পর বিষয়টি আবারও মাথাচাড়া দিয়েছে। এবারও দীঘি চুপ থাকেননি—আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে খোলাসা করেছেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে দীঘি জানান, আফ্রিদির সঙ্গে পরিচয় হয়েছিল মাই টিভির একটি প্রোগ্রামের মাধ্যমে। “ওটাতে সে অ্যাংকর ছিলো। এখান থেকেই আমাদের প্রথম দেখা, পরিচয়। এরপর বিষয়টি ভাইরাল হয়ে যায়। আমরা কেউও প্রস্তুত ছিলাম না যে এটা এত বড় খবর হবে,” বলেন তিনি।
তৌহিদ আফ্রিদি নিজেকে দীঘির বয়ফ্রেন্ড দাবি করতেন, এমন গুঞ্জনও শোবিজে ভেসে উঠেছিল। এ প্রসঙ্গে দীঘি বলেন, “আমরা কখনও এরকম কিছু বলিনি। আর ওও ব্যাপারটিতে আরও বেশি স্ট্রিক্ট ছিল। যখন বিষয়টি শোবিজে অনেক বেড়ে যায়, নিউজের পরিমাণ অনেক বেশি হয়, তখন আমাদের পরিবার বিব্রত হয়ে যায়। কারণ আমরা এই বিষয়ে প্রস্তুত ছিলাম না। এটা খুবই পার্সোনাল। তখন এমন এক সময়ে আমরা এক থেকে দেড় বছর ঠিকমতো কথা বলিনি, দেখা করাও বন্ধ ছিল।”
এর আগে আফ্রিদিকে বন্ধু হিসেবে উল্লেখ করে দীঘি বলেন, “তৌহিদ আফ্রিদির সঙ্গে এখনো ভালো বন্ধুত্ব আছে। বন্ধুত্বের কোনো নির্দিষ্ট সময় নেই; এখন আছে, পরে থাকবে না এমন নয়। সব সময় সে আমার বন্ধু ছিল, আছে, থাকবে। একজন ভালো বন্ধু। মিডিয়ায় আমাদের বন্ধুত্ব নিয়ে অনেক বেশি কথা হয়, যা অনেকটা মনগড়া। সব মিলিয়ে বলব, আফ্রিদি সবসময় ভালো বন্ধু ছিল, আছে, থাকবে।”
BD/AN