‘বিকল্প ছিল না’ চিকার বিষ্ঠাযুক্ত ভাত খেতে হয়েছিল অভিনেতা জাহিদ হাসানকে

‘বিকল্প ছিল না’  চিকার বিষ্ঠাযুক্ত ভাত খেতে হয়েছিল অভিনেতা জাহিদ হাসানকে অভিনেতা জাহিদ হাসান। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৪৭, ৪ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের নাটক ও চলচ্চিত্র জগতের জনপ্রিয় ও বহুমুখী অভিনেতা জাহিদ হাসান দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য দর্শকনন্দিত নাটক ও সিনেমায় অভিনয় করেছেন। তার প্রাণবন্ত অভিনয় দর্শকদের কখনো হাসিয়েছে, কখনো কাঁদিয়েছে, আবার দিয়েছে বিনোদনের রোমাঞ্চকর মুহূর্ত। তবে সফলতার পাশাপাশি তার জীবনের ভেতরে লুকিয়ে আছে অনেক অজানা অধ্যায়।

সম্প্রতি এক টেলিভিশন পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে জাহিদ হাসান নিজের জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা খোলাখুলি শেয়ার করেন। সেই অভিজ্ঞতায় তাকে খেতে হয়েছিল চিকার মলমূত্রে মাখানো ভাত।

অভিনেতা বলেন, ‘জীবনে বহু অভিজ্ঞতা হয়েছে, তবে কিছু অভিজ্ঞতা একেবারেই ভোলার নয়। একবার বাসার কাজের বুয়া ভাত রান্না করে রেখে গিয়েছিল। রাতে শুটিং শেষে ফিরেই খেতে বসি। হঠাৎ দেখি ভাতের ওপর চিকা পায়খানা করেছে। পরে সেটি সরিয়েই সেই ভাত খেতে হয়েছিল আমাকে, কারণ আর কোনো বিকল্প ছিল না।’

তার কাছে এ অভিজ্ঞতা কেবল দুর্ঘটনা নয়, বরং জীবনের নির্মম বাস্তবতার প্রতিফলন। জাহিদ হাসানের মতে, টিকে থাকার সংগ্রামে অনেক সময় মানুষকে অকল্পনীয় পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়।

তিনি বিশ্বাস করেন, কষ্টই মানুষকে শক্ত হতে শেখায়। নানা প্রতিকূলতা পেরিয়ে আজকের অবস্থানে পৌঁছেছেন তিনি। তার ভাষায় ‘সংগ্রাম মানুষকে নতুনভাবে বাঁচতে শেখায়।’

অভিনয়ের পাশাপাশি সাম্প্রতিক কাজ নিয়েও তিনি আশাবাদী। এবারের ঈদে মুক্তি পাওয়া তার অভিনীত চলচ্চিত্র ‘উৎসব’ তানিম নূর পরিচালনায় নির্মিত হয়েছে। এতে প্রধান চরিত্রে তার অভিনয় দর্শক ও সমালোচক উভয়ের কাছেই প্রশংসিত হয়েছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement