আ.লীগের দুইজনসহ ৭ জনকে রাজবাড়ী ঘটনায় গ্রেপ্তার

আ.লীগের দুইজনসহ ৭ জনকে রাজবাড়ী ঘটনায় গ্রেপ্তার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৪৫, ৭ সেপ্টেম্বর ২০২৫

রাজবাড়ীর নুরাল পাগলার আস্তানার ঘটনায় প্রকাশিত ভিডিও দেখার পর এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

রোববার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা করা হয়েছে।

আজাদ মজুমদার বলেন, “রাজবাড়ীর ঘটনায় ভিডিও পর্যালোচনা করে এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন স্থানীয় আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে যুক্ত থাকার তথ্য-প্রমাণ রয়েছে। যাদের সংশ্লিষ্টতা আরও তদন্তে প্রকাশ পাবে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement