যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ

যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:২৮, ৮ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার পদত্যাগের পর মন্ত্রিসভায় রদবদল এনেছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই বিচারমন্ত্রী ও লর্ড চ্যান্সেলর শাবানা মাহমুদকে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী (হোম সেক্রেটারি) হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি।

এর মাধ্যমে প্রথমবারের মতো ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন একজন মুসলিম নারী। পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা এর আগেও অভিবাসন, পুলিশিং ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন। খবর—গালফ নিউজ।

ব্রিটিশ হোম অফিস এ বিষয়ে দেওয়া বিবৃতিতে বলেছে, “দুই শতাব্দীরও বেশি সময় ধরে স্বরাষ্ট্রমন্ত্রীরা দেশের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করেছেন। আজ আমরা নতুন অধ্যায়ে প্রবেশ করছি। আমরা নতুন হোম সেক্রেটারি শাবানা মাহমুদকে স্বাগত জানাই।”

পদোন্নতি পাওয়ার পর নিজের এক্স পোস্টে শাবানা মাহমুদ লিখেছেন, “স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। সরকারের প্রথম দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। আমি প্রতিদিন সেই লক্ষ্যেই কাজ করে যাব।”

কে এই শাবানা মাহমুদ?

পাকিস্তানি বংশোদ্ভূত হলেও শাবানা মাহমুদ জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক। ১৯৮০ সালে বার্মিংহামে জন্মগ্রহণ করেন তিনি। শৈশব কেটেছে যুক্তরাজ্য ও সৌদি আরব উভয় দেশেই। অক্সফোর্ডের লিংকন কলেজ থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষে তিনি কিছুদিন ব্যারিস্টার হিসেবেও চর্চা করেছেন।

২০২৪ সালের জুলাইয়ে বার্মিংহাম লেডিউড থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শাবানা। লেবার পার্টির গুরুত্বপূর্ণ নেতৃত্বে উঠে আসেন তিনি এবং ছায়া মন্ত্রিসভা ও পরে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন।

বিচারমন্ত্রী ও লর্ড চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি কারাগারের অতিরিক্ত ভিড় কমাতে ‘আগাম মুক্তি কর্মসূচি’ চালু করেন। সাজা সুরক্ষা ও মানবাধিকার আইন নিয়েও তার কঠোর অবস্থান ছিল।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement