সংস্কারের দৃশ্যমান ফলাফল এখনও নেই: মাহমুদুর রহমান মান্না

Published : ১৮:৫৮, ৭ সেপ্টেম্বর ২০২৫
নাগরিক ঐক্য’র সভাপতি মাহমুদুর রহমান মান্না মন্তব্য করেছেন, “বাস্তবতা হচ্ছে, এখন পর্যন্ত সংস্কারের কোনো দৃশ্যমান ফলাফল আমরা দেখতে পাইনি।” তিনি রোববার (৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণশক্তি সভা আয়োজিত ‘জুলাই সনদ ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এই কথা বলেন।
মান্না বলেন, “বাকি সময়ে কী দেখব? পুলিশ যদি ঠিকভাবে কাজ না করে, ভোটের নিরাপত্তা বা শান্তিপূর্ণ পরিবেশের বিষয়ে কথা বললেও শেষ পর্যন্ত সেনাবাহিনী ছাড়া তা নিশ্চিত করা সম্ভব নয়। আমরা চাই সব কিছু শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে হোক, কিন্তু সেনাবাহিনী দিয়ে সমাধান সম্ভব নয়।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদাহরণ টেনে তিনি আরও বলেন, “ঢাবি কর্তৃপক্ষ জানিয়েছে, ভোটের দিনে তারা সেনাবাহিনীকে আনবেন। কিন্তু সেনাবাহিনী স্পষ্টভাবে বলেছে, এটা আমাদের কাজ নয়। আমাদের নিজেদের মধ্যে এত বড় দ্বন্দ্ব ও শূন্যতা রয়েছে, যার মধ্যে সম্পর্ক গড়ে তোলা হচ্ছে। এ অবস্থায় শেষ পর্যন্ত কী হবে, সেটা বলা কঠিন।”
গণশক্তি সভার সভাপতি সাদেক রহমানের সঞ্চালনায় এই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী, কর্নেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক, সাবেক সচিব ও কূটনীতিক আব্দুল্লাহ আল মামুন এবং গণ মুক্তিযোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ প্রমুখ।
BD/AN