জাকসু ভোট গণনার ধীরগতি নিয়ে কুদ্দুস বয়াতির তীব্র সমালোচনা

জাকসু ভোট গণনার ধীরগতি নিয়ে কুদ্দুস বয়াতির তীব্র সমালোচনা ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:০১, ১৩ সেপ্টেম্বর ২০২৫

নব্বই দশকের খ্যাতনামা লোকসংগীত শিল্পী কুদ্দুস বয়াতি আবারও সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছেন। দেশীয় রাজনীতি নিয়ে সম্প্রতি কয়েকটি মন্তব্য করে আলোচনায় আসার পর এবার তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার ধীর গতিকে কেন্দ্র করে নিজের ভাবনা প্রকাশ করেছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ১২টার দিকে কুদ্দুস বয়াতি তার ফেসবুক আইডিতে একটি পোস্ট শেয়ার করেন। পোস্টে তিনি ভীষণ বিস্ময় প্রকাশ করে লিখেন, পাগলা মসজিদের বস্তার টাকা গুনতে শেষ নিমিষেই সমাপ্ত হয়, অথচ ১১ হাজার ভোট গণনা করতে তিনদিন লাগছে। তাঁর এই মন্তব্যে নির্বাচন প্রক্রিয়ার ধীরগতি নিয়ে সমালোচনা স্পষ্ট।

ফেসবুক ব্যবহারকারীরাও কুদ্দুস বয়াতির পোস্টে মন্তব্য করতে ছাড়েননি। আতিকুল হাসান লিখেছেন, “নির্বাচন কমিশন আছে ঝামেলায়, কার মন রাখবো, বিএনপি নাকি জামায়াত।” রাকিব মন্তব্য করেছেন, “ইতা মানুষে বুঝে।” অন্য একজন মহিউদ্দ্দিন মাহি লিখেছেন, “শিবিরকে গণনার দায়িত্ব দেয়া হউক।” আর মোহাম্মদ মনিরুজ্জামান মনির লিখেছেন, “আমার প্রিয় শিল্পি কুদ্দুস বয়াতি। ধন্যবাদ।” এছাড়া সাকোর আহম্মেদ লিখেছেন, “অনেক ভোট তো, সময় দিয়ে সহযোগিতা করুন।”

কুদ্দুস বয়াতির এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করে। অনেকেই তাঁর মন্তব্যকে ভোট গণনার ধীরগতির প্রতি একটি সরল অথচ প্রাঞ্জল সমালোচনা হিসেবে দেখছেন। এদিকে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও দ্রুততা নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে, যা ছাত্র ও সমাজের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

এর ফলে দেখা যাচ্ছে, কেবল সাংস্কৃতিক অঙ্গনে নয়, রাজনৈতিক ও শিক্ষাঙ্গনে সৃষ্ট বিষয়েও কুদ্দুস বয়াতি সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement