ঢালিউডে প্রেমের গুঞ্জন: মাহি ও জায়েদ খান কি নতুন অধ্যায় শুরু করলেন?

ঢালিউডে প্রেমের গুঞ্জন: মাহি ও জায়েদ খান কি নতুন অধ্যায় শুরু করলেন? ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৩০, ১১ সেপ্টেম্বর ২০২৫

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান, যিনি চলচ্চিত্রের পর্দায় যেমন আলোচনায় থাকেন, তার চেয়ে বেশি গুঞ্জন শোনা যায় তার ব্যক্তিজীবন নিয়ে। জুলাই-আগস্ট আন্দোলনের আগে থেকেই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। যদিও সরকার পতনের পর মাতৃভূমিতে ফেরার ইচ্ছা থাকলেও বাস্তবে তা আর সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে আমেরিকায় থাকা জায়েদ খান সেখানে বিভিন্ন স্টেজ শো ও ইভেন্টে ব্যস্ত রয়েছেন।

নায়ক জায়েদ খানের প্রেমের জীবন সর্বদা গণমাধ্যমের কেন্দ্রবিন্দুতে। অনেকে মজা করে তাঁকে ডাকেন ‘ঢালিউডের প্রেমীক পুরুষ’। এক সময় তার নামের সঙ্গে জড়িত ছিল চিত্রনায়িকা পপির গল্প। নিয়মিত শো, পারফর্মেন্স ও ঘুরাঘুরির সময় তাকে পপির সঙ্গে দেখা যেত। তবে সেই অধ্যায় শেষ হয়ে গেছে। এরপর শুরু হয় মাহিয়া মাহির সঙ্গে সম্পর্কের গুঞ্জন। নানা অনুষ্ঠানে হাসি-ঠাট্টা, একসাথে উপস্থিতি সবকিছুই শুরু করেছিল নতুন আলোচনা। কিন্তু হঠাৎ করেই সেই আড্ডা থেমে যায়, দীর্ঘদিন দুজনকে একসাথে দেখা যায়নি।

সম্প্রতি সেই বিরতির পর আবার দেখা মিলল মার্কিন মাটিতে। একটি ঘরোয়া অনুষ্ঠানে মাহি ও জায়েদ Khan পাশাপাশি বসে হাসি-উজ্জ্বল মুখে ধরা পড়েন। মুহূর্তেই শুরু হয় গুঞ্জন পুরনো প্রেম কি নতুনভাবে রঙিন হচ্ছে? মাহি এক বছর আগে ডিভোর্স করেছেন এবং বর্তমানে আমেরিকায় রয়েছেন। জায়েদ খানও দীর্ঘদিন একই শহরে অবস্থান করছেন। অর্থাৎ একই দেশ, একই শহর, একই মঞ্চ বাকি শুধু গল্পটি নতুনভাবে শুরু হওয়ার অপেক্ষা।

তবে এই প্রেমের গুঞ্জনের বিষয়ে জায়েদ খান গণমাধ্যমকে জানিয়েছেন, মাহির সঙ্গে তার প্রেমের খবর ভুয়া। তিনি বলেন, “একটি ঘরোয়া অনুষ্ঠানেই দেখা হয়েছিল মাহির সঙ্গে। এর বেশি কিছুই নয়। মাহি কেবলই আমার সহকর্মী।”

ফলে ঢালিউডপাড়ায় ফিসফিস শুরু হয়েছে, কিন্তু সত্যিই কি এটি নতুন প্রেমের অধ্যায়, নাকি নিছক কাকতালীয় মিলন তার উত্তর আপাতত শুধুই তাদের দুজনের কাছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement