আতঙ্কে শহর ত্যাগের ইঙ্গিত দিয়েছেন ওপার বাংলা অভিনেত্রী

আতঙ্কে শহর ত্যাগের ইঙ্গিত দিয়েছেন ওপার বাংলা অভিনেত্রী ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:০৬, ৮ সেপ্টেম্বর ২০২৫

ওপার বাংলার সমসাময়িক অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় বর্তমানে ব্যক্তিজীবনে সংকটময় সময় পার করছেন। সম্প্রতি তার জীবনে বেশ কিছু দিন ধরেই নানা ধরনের হেনস্তার ঘটনা ঘটছে, এমনটাই দাবি করেছেন তিনি। এই পরিস্থিতির কারণে অভিনেত্রীর দিনগুলো শঙ্কার ছায়ায় কেটে যাচ্ছে।

নিজের শহরেই, নিজের আবাসনেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যা দেবচন্দ্রিমা কল্পনাও করেননি। বিষয়টি তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে প্রকাশ করেছেন।

পোস্টে তিনি লিখেছেন, বর্তমানে তিনি প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছেন। কিছুদিন ধরে তার নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। কখনও তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে, কখনও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এই কারণে তিনি বাধ্য হয়ে পুলিশের সাহায্য নিতে বাধ্য হয়েছেন। তবুও, কেন এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, তা তিনি এখনও বোঝার চেষ্টা করছেন।

আতঙ্কের তীব্রতায় অভিনেত্রী ইঙ্গিত দিয়েছেন যে, প্রয়োজনে শহর ছাড়তেও পারেন। তিনি লিখেছেন, “নিজের আবাসনে আজ চূড়ান্ত হেনস্তার শিকার হয়েছি। যা আমার দুঃস্বপ্নেও কল্পনা করা যায়নি। আতঙ্কে কাঁপছি। নিজের শহরকে আজ চিনতে পারছি না। এখানেই তো আমি জন্মেছি, বড় হয়েছি, আর আজ সেই জন্মভূমি এত অচেনা হয়ে গেছে।”

উল্লেখযোগ্য, দেবচন্দ্রিমা এই পরিস্থিতি নিয়ে তার ভক্ত এবং নাগরিক সমাজের সহানুভূতি কামনা করেছেন, পাশাপাশি নিরাপত্তা ও মানসিক শান্তি ফেরানোর আহ্বান জানিয়েছেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement