রিয়া মনিকে সঙ্গে নিয়ে গ্রামে স্থায়ী হলেন হিরো আলম

রিয়া মনিকে সঙ্গে নিয়ে গ্রামে স্থায়ী হলেন হিরো আলম ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৩৮, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামেই বেশি পরিচিত, স্ত্রী রিয়া মনিকে সঙ্গে নিয়ে এবার গ্রামের বাড়ি বগুড়ায় স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন।

হিরো আলম জানান, গ্রামের পরিবেশ ও পারিবারিক বিষয়গুলো ঠিকঠাক আছে বলেই এবার চূড়ান্তভাবে ফিরে এসেছেন বগুড়ার বাড়িতে। তার ভাষায়, “রিয়া মনি এখন আমার পরিবারের দায়িত্ব নিয়েছে। তাই তাকে নিয়ে সুখে-দুঃখে এখানেই জীবন কাটাতে চাই।”

তিনি আরও বলেন, বাবা মারা যাওয়ার পর পরিবারে দেখভালের মতো কেউ ছিল না। তার দুই মায়ের যত্ন নেওয়া, সন্তানদের মানুষ করা—সব মিলিয়ে গ্রামে থেকে দায়িত্ব পালন করাই সঠিক মনে করেছেন। প্রয়োজনে ঢাকায় গেলেও কাজ শেষে আবার বগুড়ায় ফিরে আসবেন বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতুক, সমালোচনা ও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই ডিশ ব্যবসায়ী ২০১৬ সালে বগুড়ার এরুলিয়া গ্রাম থেকে রাজধানীতে এসে কনটেন্ট নির্মাণ শুরু করেন। তখনো দেশের মানুষ ফেসবুক বা ইউটিউব আয়ে অভ্যস্ত ছিল না। তবুও তিনি নিয়মিত ভিডিও বানিয়ে নিজের নামের সঙ্গে জুড়ে দেন ‘হিরো’। পরে নিজ খরচে সিনেমাও নির্মাণ করেন।

রাজনীতিতেও সক্রিয় হওয়ার চেষ্টা করেছিলেন তিনি। বিভিন্ন সময়ে দেশে-বিদেশে শিরোনাম হয়েছেন; প্রশংসা যেমন পেয়েছেন, তেমনি কটাক্ষও কম সইতে হয়নি। সর্বশেষ আলোচনায় আসেন স্ত্রী রিয়া মনিকে তালাক দেওয়ার ঘোষণা দিয়ে। এর আগে তার দুই বিয়ে ভেঙে গিয়েছিল।

তবে রিয়ামনির সঙ্গে তার সম্পর্কটা যেন নাটকীয় রোমান্টিক-ট্র্যাজেডির মতো। দু’ বছর আগে এক অনুষ্ঠানে তাদের পরিচয় হয়, যা দ্রুতই ঘনিষ্ঠতায় রূপ নেয় এবং পরবর্তীতে বিয়েতে গড়ায়। কিন্তু বিয়ের পর নানা জটিলতা শুরু হয়। একসময় স্ত্রী তালাকের নোটিশ পাঠালে হিরো আলম আত্মহত্যার ঘোষণা দিয়েছিলেন। তবে সন্তান ও পরিবারের অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসেন। অবশেষে সম্পর্ক স্বাভাবিক হওয়ায় এখন দুজনের পরিবারই সন্তুষ্ট।
 

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement