শাহরুখের পুরস্কার সাজাতে বিশেষ মান্টাল বানাচ্ছেন গৌরী খান

Published : ১০:২৮, ২৪ সেপ্টেম্বর ২০২৫
ঘোষণা হয়েছিল আগেই, তবে অবশেষে সেই সম্মান হাতে পেলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। গতকাল (২৩ সেপ্টেম্বর) বিকেলে দিল্লির বিজ্ঞানভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করেন তিনি।
‘জওয়ান’ ছবির সুবাদে এই প্রথমবার ক্যারিয়ারে জাতীয় পুরস্কারে ভূষিত হলেন ভারত তথা বিশ্বের অন্যতম জনপ্রিয় এই সুপারস্টার।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জাতীয় পুরস্কারজয়ীদের নাম প্রকাশ করা হয়েছিল আগস্টের প্রথম দিনেই। এরপর ২৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এদিন শাহরুখের পাশাপাশি আরও পুরস্কৃত হয়েছেন বিক্রান্ত ম্যাসি (‘টুয়েলভথ ফেল’), রানি মুখার্জি (‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’) ও দক্ষিণী সুপারস্টার মোহনলাল (দাদাসাহেব ফালকে পুরস্কার)। সেরা হিন্দি সিনেমা হয়েছে ‘কাঁঠাল: অ্যা জ্যাকফ্রুট মিসস্ট্রি’, আর তিনটি জাতীয় পুরস্কার পেয়েছে ‘সাম বাহাদুর’।
শাহরুখ খানের এই অর্জনকে শুধু ব্যক্তিগত নয়, পারিবারিক সাফল্য বলেও মনে করছেন তার স্ত্রী গৌরী খান। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি লেখেন— “কি দারুণ যাত্রা তোমার! জাতীয় পুরস্কার জয়ের জন্য অভিনন্দন। তুমি পুরোপুরি যোগ্য। বছরের পর বছর তোমার নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের ফলেই আজ এই অর্জন। এই পুরস্কারের জন্য আমি এখন একটি বিশেষ মান্টাল ডিজাইন করছি।”
এই বিশেষ অর্জনে শাহরুখ ভক্তরাও উচ্ছ্বাসে ভাসছেন। সামাজিক মাধ্যমে তাকে ঘিরে শুভেচ্ছার বন্যা বইছে।
BD/AN