আরিয়ানের সিরিজে ২৮ বছর পুরনো ববি দেওলের গান ভাইরাল

আরিয়ানের সিরিজে ২৮ বছর পুরনো ববি দেওলের গান ভাইরাল

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:১২, ২৫ সেপ্টেম্বর ২০২৫

নেটফ্লিক্সে ১৮ সেপ্টেম্বর থেকে স্ট্রিমিং শুরু হয়েছে শাহরুখ খানের পুত্র আরিয়ান খান পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’।

এই সিরিজে পুরনো বলিউডকে নতুন আঙ্গিকে তুলে ধরেছেন আরিয়ান, বিশেষ করে ববি দেওলের ১৯৯৭ সালের হিট গান ‘দুনিয়া হাসিনো কা মেলা’-কে নতুন মোড়কে উপস্থাপন করা হয়েছে।

সিরিজে ববি দেওল অভিনয় করেছেন বলিউড সুপারস্টার অজয় তলভারের চরিত্রে। গানটি প্রথমে একটি পার্টি দৃশ্যে বাজানো হয়, তবে মূল ক্লাইম্যাক্সের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। নির্মাতারা ডিজিটাল প্রযুক্তির সাহায্যে মোনা সিংয়ের চরিত্র নীতাকে ব্যাকগ্রাউন্ড ড্যান্সারে রূপান্তরিত করেছেন, যা অজয় এবং নীতার মধ্যে নতুন সংযোগ তৈরি করেছে। মজার বিষয়, বাস্তবে মোনা সিং মূল ভিডিওতে ছিলেন না।

সিরিজ মুক্তির পর ‘দুনিয়া হাসিনো কা মেলা’ গানটি ৫০ লক্ষেরও বেশি ভিউ সংগ্রহ করেছে এবং ২৮ বছর পর আবারও ভাইরাল হয়েছে। সিরিজের সবচেয়ে আলোচিত দৃশ্যগুলোর মধ্যে একটি হলো রাঘব জুয়ালের ইমরান হাশমির জন্য কাহো না কাহো গান এবং ববি দেওলের গানটির ক্লাইম্যাক্স উপস্থিতি।

এই প্রথম আরিয়ান খানের পরিচালিত সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ পুরনো বলিউডের স্মৃতিকাতর মুহূর্তগুলোকে নতুন দর্শকপ্রিয়ভাবে ফিরিয়ে এনেছে, যার কারণে গানটি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ট্রেন্ডিং হয়েছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement