তাহসানের শোবিজ ছাড়ার আসল কারণ উন্মোচিত

তাহসানের শোবিজ ছাড়ার আসল কারণ উন্মোচিত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৩৭, ২৪ সেপ্টেম্বর ২০২৫

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবার শোবিজ অঙ্গন থেকে পুরোপুরি সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। প্রায় এক বছর আগে তিনি অভিনয় থেকে দূরে থাকার কথা জানিয়েছিলেন। সম্প্রতি তিনি জানিয়েছেন, সংগীত ক্যারিয়ারও সমাপ্ত করার পরিকল্পনা রয়েছে তার।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, তাহসান এক আলেমের কাছ থেকে ইসলামি বই গ্রহণ করছেন। অনেক নেটিজেনের মতে, ধর্মচর্চা ও আত্মসমালোচনার পথেই তিনি শোবিজ থেকে দূরে সরে যাচ্ছেন।

এক সাক্ষাৎকারে তাহসান বলেন, “আগে আমি তেমন ধার্মিক ছিলাম না, এখন চেষ্টা করছি। মানুষ অনেক কিছু পরিকল্পনা করে, কিন্তু সবকিছু মানুষের হাতে থাকে না। বয়স যত বাড়ছে, ততই বুঝতে পারছি আসলে কিছুই জানি না।”

তার ইনস্টাগ্রাম স্টোরিতে ‘আল কোরআন সহজ বাংলা অনুবাদ’ বইয়ের ছবি পোস্ট করতেও দেখা গেছে। অনেকে ধারণা করছেন, এটি অভিনেতা তামিম মৃধাকে ধন্যবাদ জানানোর উদ্দেশ্যে দেওয়া হয়েছিল।

হোয়াটসঅ্যাপে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তাহসান বলেন, “আমি চাই মানুষ ধীরে ধীরে আমাকে ভুলে যাক। বিনোদন অঙ্গনের আড্ডায় আমার আর থাকা হবে না। এটাই আমার শেষ সাক্ষাৎকার। সামনে কিছু পরিকল্পনা আছে, তবে সেগুলো ব্যক্তিগত।”

অস্ট্রেলিয়ার মেলবোর্নে সংগীত জীবন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর, ঢাকার একটি কনসার্টে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে ধর্মচর্চার কারণেই সংগীত ছাড়ছেন কি না, এ ব্যাপারে তিনি সরাসরি কিছু বলেননি।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement