ব্যাটম্যানের নতুন দাড়িওয়ালা রূপে ভক্তদের তোলপাড়

ব্যাটম্যানের নতুন দাড়িওয়ালা রূপে ভক্তদের তোলপাড় ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:০৬, ১০ নভেম্বর ২০২৫

ডিসি ইউনিভার্সের অন্যতম জনপ্রিয় সুপারহিরো ব্যাটম্যান এবার হাজির হচ্ছেন একদম নতুন অবয়বে—মুখভর্তি ঘন দাড়ি নিয়ে।

ওয়ার্নার ব্রাদার্স অ্যানিমেশনের আসন্ন অ্যানিমেটেড সিরিজ ‘ব্যাট-ফ্যাম’-এর প্রথম অফিসিয়াল প্রোমো প্রকাশের পরই এই নতুন রূপ ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ভক্তরা অবাক—চেনা সেই ক্লিন-শেভড ব্যাটম্যান এবার যেন একদম অন্য মানুষ! খবর দ্য ডাইরেক্টের।

ব্যাটম্যানকে সাধারণত দেখা যায় পরিচ্ছন্ন মুখে, মুখোশের নিচে তীক্ষ্ণ চোয়াল যেন তার অন্যতম পরিচয়। কিন্তু নতুন এই সিরিজে ব্রুস ওয়েইন (ব্যাটম্যান) অপরাধ দমনে নামছেন একদম ভিন্ন সাজে—পুরো মুখজুড়ে গাঢ় কালো দাড়ি। সামনের দিক থেকে দেখলে মনে হবে দাড়ি তার মুখ প্রায় ঢেকে ফেলেছে, তবে মুখোশ আর দাড়ির মাঝে একটুখানি ফাঁক দেখা যায়। পাশ থেকে দেখলে বোঝা যায়, দাড়ির রং তার নতুন ব্যাটস্যুটের চেয়েও গাঢ়, আর থুতনির অংশটা খোলা রাখা হয়েছে।

স্যুট ছাড়া অবস্থায় ব্রুসের এই নতুন দাড়িওয়ালা রূপ বেশ স্বাভাবিক লাগছে অনেকের কাছেই, কারণ এটি তার মুখের গঠন ও চরিত্রের সঙ্গে মানানসই। ‘ব্যাট-ফ্যাম’ সিরিজের হালকা ও রসিক টোনের সঙ্গে এই নতুন স্টাইলটিও বেশ খাপ খাচ্ছে বলে অনেকে মনে করছেন। যদিও ক্লাসিক ব্যাটম্যানের মসৃণ, রহস্যময় লুক থেকে এটি একেবারেই ভিন্ন, তবু দর্শকদের অনেকেই এই রূপটিকে বেশ আকর্ষণীয় বলে মনে করছেন।

তবে ব্যাটম্যানের দাড়িওয়ালা রূপ নতুন নয়। এর আগেও ১৯৯১ সালের কমিকস লেজেন্ডস অব দ্য ডার্ক নাইট: ভেনম-এ তাকে একসময় দাড়িসহ দেখা গিয়েছিল, যখন সে এক বিপজ্জনক ওষুধ থেকে মুক্তি পাওয়ার লড়াই করছিল।

চলচ্চিত্রেও এমন দাড়িওয়ালা ব্যাটম্যানের ঝলক দেখা গেছে। জাস্টিস লিগ (২০১৭) এবং জ্যাক স্নাইডারস জাস্টিস লিগ (২০২১)-এ বেন অ্যাফ্লেকের ব্যাটম্যানকে আইসল্যান্ডের এক প্রত্যন্ত গ্রামে ঘন দাড়িসহ দেখা যায়। আবার দ্য ডার্ক নাইট রাইসেস (২০১২)-এ ক্রিশ্চিয়ান বেলের ব্রুস ওয়েইন বন্দী অবস্থায় থাকায় তার মুখেও দাড়ি গজায়। সাম্প্রতিক দ্য ফ্ল্যাশ (২০২৩)-এ মাইকেল কিটনের অবসরপ্রাপ্ত ব্যাটম্যানকেও দেখা গেছে সাদা, লম্বা দাড়ি নিয়ে।

‘ব্যাট-ফ্যাম’-এ শুধু ব্রুস ওয়েইনই নয়, পুরো ব্যাট-ফ্যামিলিকে একসঙ্গে দেখা যাবে এই সিরিজে। এতে কণ্ঠ দিয়েছেন লিউক উইলসন, ইয়োনাস কিব্রিয়াব, জেমস ক্রমওয়েল এবং ববি ময়নিহান। সিরিজটি ১০ নভেম্বর থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং শুরু হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement