নদীতে ঝাঁপ দিতে যাওয়া তরুণীকে রক্ষা করলেন সাহসী যুবক

নদীতে ঝাঁপ দিতে যাওয়া তরুণীকে রক্ষা করলেন সাহসী যুবক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:২৪, ৭ নভেম্বর ২০২৫

উত্তরপ্রদেশের রামপুরে এক ভয়ঙ্কর পরিস্থিতি মুহূর্তের মধ্যে নিরাপদে টালানো হলো, যখন নদীতে ঝাঁপ দিতে উদ্যত এক তরুণীকে প্রাণে বাঁচালেন এক সাহসী যুবক।

তাঁর মানবিক পদক্ষেপের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে।

ভিডিওতে দেখা যায়, রামপুরের পাটনওয়া সেতুর স্তম্ভে বসে আছে এক তরুণী। কিছু সময় পর তিনি নদীতে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময়ে একজন যুবকের নজরে পড়ে ঘটনাটি। কোনো দ্বিধা না করে তিনি সেতুর ওপর থেকে নিচের স্তম্ভে নেমে আসেন এবং তরুণী ঝাঁপ দেওয়ার আগেই তাঁর হাত ধরে ফেলেন।

সাহসী যুবকের দ্রুত ও দৃঢ় পদক্ষেপের ফলে ঝুলন্ত তরুণীকে নিরাপদে টেনে নেওয়া সম্ভব হয়। পরে স্থানীয়রা এবং পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন। পুলিশ জানিয়েছে, কুসংস্কারের প্রভাবে এমন বিপজ্জনক পদক্ষেপ নিতে চেয়েছিলেন তরুণী। বর্তমানে তিনি নিরাপদে পরিবারের কাছে ফিরেছেন।

ভিডিওটি প্রথম প্রকাশ পায় ‘অনুরাগ’ নামের এক্স (টুইটার) হ্যান্ডলে। ইতিমধ্যেই লাখো মানুষ এটি দেখেছেন এবং সামাজিক মাধ্যমে প্রশংসা বন্যা বইছে। একজন নেটাগরিক মন্তব্য করেছেন, “একদম সিনেমার হিরোর মতো এগিয়ে এসে তরুণীর জীবন বাঁচালেন যুবক।” অন্য একজন লিখেছেন, “পুলিশ সব সময়ের মতো ঘটনার শেষ মুহূর্তে পৌঁছেছে। সাহসী যুবকের দ্রুত সিদ্ধান্ত ও মানবিকতা আজ সমগ্র নেটদুনিয়ায় প্রশংসিত হচ্ছে।”

এই ঘটনাটি সাহস ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে ভাইরাল হয়ে গেছে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement