ভারতের জনপ্রিয় ছোটপর্দার তারকা ঐশ্বরিয়া শর্মা এবং ‘বিগ বস’ খ্যাত অভিনেতা নীল ভাটের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে টালমাটাল বলিউড।
২০২১ সালে প্রেমের পরিণতি ঘটিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই আলোচিত জুটি। তবে চার বছর পেরোতে না পেরোতেই তাদের সম্পর্কে ফাটল ধরেছে—এমনটাই জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
প্রতিবেদন অনুযায়ী, বেশ কিছুদিন ধরেই নীল ও ঐশ্বরিয়া আলাদা বসবাস করছেন। সেই থেকেই জল্পনা শুরু হয়, তাদের সংসার ভাঙছে। অবশেষে সেই গুঞ্জনেই সত্যতার ইঙ্গিত মিলেছে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের আবেদন করেছেন তারা। খুব শিগগিরই বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গেছে।
তবে এটাই প্রথম নয়, এর আগেও এমন গুঞ্জনে ক্ষুব্ধ হয়েছিলেন ঐশ্বরিয়া। চলতি বছরের জুন মাসে যখন তাদের সম্পর্ক ভাঙার খবর ছড়িয়ে পড়েছিল, তখন অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে লিখেছিলেন, “আমি এতদিন নীরব ছিলাম দুর্বলতার কারণে নয়, বরং নিজের মানসিক শান্তির জন্য। কিন্তু কিছু মানুষ এমন সব গল্প বানিয়ে ফেলেন, যা আমি কখনো বলিনি।”
তিনি আরও লিখেছিলেন, “আপনারা আমার নামে এমনসব কথা ছড়ান, যা সত্য নয়। শুধু প্রচারের জন্য বা মনোযোগ পাওয়ার আশায় আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করেন—এটা অত্যন্ত দুঃখজনক।”
‘গুম হ্যায় কিসিকে পেয়ার মে’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সময়ই নীল ও ঐশ্বরিয়ার পরিচয় এবং প্রেমের সূচনা হয়। এরপরই তাদের সম্পর্কের রূপ নেয় বিবাহে, কিন্তু চার বছরের মাথায় ভালোবাসার সেই গল্পের সমাপ্তি ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত দিচ্ছে সর্বশেষ খবর।

































