নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রার্থী এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হলেন।
মাত্র ৩৪ বছর বয়সে নিউ ইয়র্কের মেয়র পদে আসীন হয়ে গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে তরুণ মেয়র হিসেবে ইতিহাস গড়লেন তিনি। তার এই ঐতিহাসিক জয় ঘিরে যেমন সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখা গেছে, তেমনি বলিউডের অনেক নামকরা তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন। খবর এনডিটিভি।
প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জোয়া আখতার ইনস্টাগ্রাম স্টোরিতে জোহরান মামদানির বিজয়ের সংবাদ শেয়ার করে লিখেছেন, “৩৪ বছর বয়সে নিউ ইয়র্ক সিটির মেয়র হয়েছেন জোহরান মামদানি।” সঙ্গে তিনি প্রশংসাসূচক মন্তব্য যোগ করেন এবং তার মা, বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারকেও ট্যাগ করেন। পরে মীরা নায়ার নিজ ইনস্টাগ্রামে সেই পোস্টটি পুনরায় শেয়ার করেন।
পরিচালক হানসল মেহতা এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) লিখেছেন, “জোহরান মামদানির বিজয় শুধু রাজনৈতিক নয়, এটি এক গভীর নৈতিক মুহূর্ত। এমন এক সময়ে, যখন রাজনীতি থেকে মানবিকতা ও সহানুভূতি হারিয়ে যাচ্ছে, তার জয় আমাদের মনে করিয়ে দেয়—দৃঢ়তা, সহমর্মিতা এবং সততা এখনো গুরুত্বপূর্ণ।”
অভিনেতা নেমিত দাস ইনস্টাগ্রামে জোহরানের সঙ্গে নিজের পুরনো একটি ছবি পোস্ট করে লেখেন, “আমি আমেরিকার রাজনীতি তেমন জানি না, তবু এই জয় আমার কাছে একদম ব্যক্তিগত মনে হচ্ছে।” ছবিটি ছিল ‘মনসুন ওয়েডিং: দ্য মিউজিক্যাল’-এর প্রস্তুতিকালের সময়কার।
প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি ফেসবুকে লিখেছেন, “জোহরান মামদানি জয়ী হয়েছেন! আমি অত্যন্ত আনন্দিত। শুধু তার বিজয় নয়, তিনি যে ধরনের মানুষ এবং সামাজিক ন্যায়ের যে আশা তিনি লালন করেন, সেটিই সবচেয়ে অনুপ্রেরণাদায়ক।”
এছাড়াও বলিউডের জনপ্রিয় তারকা সোনাম কাপুর, আদিতি রাও হায়দারি ও সাবা পাটৌদি সামাজিক যোগাযোগমাধ্যমে জোহরান মামদানির ঐতিহাসিক বিজয়কে স্বাগত জানিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন।
জোহরান মামদানি উগান্ডায় জন্মগ্রহণ করেন। তিনি খ্যাতনামা ইতিহাসবিদ মাহমুদ মামদানি ও চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের পুত্র। ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল শাখার প্রার্থী হিসেবে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করে তিনি নিউ ইয়র্ক সিটির রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় সূচনা করেছেন।
































