পরীমণি মুগ্ধ: তারেকের ভাষণে দাঁড়াল শিরদাঁড়াও
Published : ১৯:০৯, ২৫ ডিসেম্বর ২০২৫
দীর্ঘ প্রায় দেড় দশকের নির্বাসনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে দেশে ফিরে এসেছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং দলের শীর্ষ নেতৃবৃন্দ।
বিমানবন্দর থেকে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার পর তিনি দুপুর ১২টা ৩৫ মিনিটে বিশেষ বাসে করে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে রওনা হন। রাস্তার দুপাশে হাজারো দলীয় নেতাকর্মী তাকে হাত নেড়ে স্বাগত জানান। তিন ঘণ্টা পনেরো মিনিটের পথ চলার পর মঞ্চে পৌঁছে তিনি উপস্থিত লাখো মানুষের সামনে ভাষণ দেন।
বক্তব্যে তারেক রহমান বলেন, ১৯৭১ সালে দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছিল যেমন, ২০২৪ সালে সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে। আজ বাংলাদেশের মানুষ শুধু কথা বলার অধিকারই নয়, বরং গণতান্ত্রিক অধিকারও ফিরে পেতে চায়।
তার বক্তব্যের প্রশংসা করেছেন দেশের নানা শ্রেণির মানুষ। বিশেষ করে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্যের প্রশংসা করেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, আজ এ দেশের মানুষ চায়… এবং সেই মুহূর্তে সকলের মনে গভীর মুগ্ধতা এবং শান্তি বিরাজ করেছিল।
বিডি/এএন

































