লাহোর বিমানবন্দর থেকে জনপ্রিয় ইউটিউবার ‘ডাকি ভাই’ গ্রেপ্তার

লাহোর বিমানবন্দর থেকে জনপ্রিয় ইউটিউবার ‘ডাকি ভাই’ গ্রেপ্তার

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:০৭, ১৯ আগস্ট ২০২৫

ইউটিউব চ্যানেল ‘ডাকি ভাই’-এর জন্য পরিচিত পাকিস্তানি ইউটিউবার সাদুর রেহমানকে লাহোর বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৭ আগস্ট) ভোরে তার এ গ্রেপ্তারি ঘটে। সাদুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি অনলাইনে জুয়া ও প্রতারণামূলক অ্যাপ প্রচারণা চালাচ্ছিলেন। পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ) জানিয়েছে, তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, সাদুর তার ইউটিউব চ্যানেলে কমপক্ষে ২৭টি ভিডিওতে অনলাইন জুয়া ও বেটিং অ্যাপের প্রচারণা চালিয়েছিলেন। এসব অ্যাপে বিনিয়োগকারীরা আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। তদন্তে উঠে এসেছে, অ্যাপগুলো বিনিয়োগকারীদের কোনো লাভ দেয়নি এবং তারা বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে। এছাড়া, এই অ্যাপগুলো পাকিস্তানে নিবন্ধিতও নয়।

এনসিসিআইএ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি সরকারি প্রতিষ্ঠান, এফবিআর বা স্টেট ব্যাংক অব পাকিস্তানের কোনো অনুমোদন ছাড়া জুয়া অ্যাপের কান্ট্রি ম্যানেজার হিসেবে কাজ করছিলেন। পাকিস্তানের একটি অংশে তিনি বেশ জনপ্রিয় ছিলেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement