অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত

অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:১৬, ২১ আগস্ট ২০২৫

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। বুধবার ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণ করা হয়। বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, উৎক্ষেপণ প্রক্রিয়ায় সব ধরনের কার্যকরী ও প্রযুক্তিগত মানদণ্ড যাচাই করা হয়েছে। ভারতের দাবি—অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পাকিস্তান ও চীনের পাশাপাশি বিশ্বের অর্ধেক অংশে আঘাত হানতে সক্ষম।

প্রায় ৫ হাজার কিলোমিটার দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ৮ হাজার কিলোমিটার পর্যন্ত বাড়ানো সম্ভব বলে দাবি করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ছাড়া এশিয়া, আফ্রিকা ও ইউরোপের যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অগ্নি-৫।

ভারতের আরও দাবি, এমআইআরভি প্রযুক্তিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্র একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনে মুহূর্তের মধ্যে ধ্বংস করার ক্ষমতা রাখে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও ব্রিটেনের পর এই প্রযুক্তি অর্জনকারী ষষ্ঠ দেশ হলো ভারত। রোড-মোবাইল লঞ্চার থেকে এটি উৎক্ষেপণ করা সম্ভব এবং পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে তৈরি।

অগ্নি-৫ পরীক্ষার মাধ্যমে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা সম্পন্ন দেশের তালিকায় যুক্ত হলো ভারত। পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি পাল্লার এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য প্রায় ১৭ মিটার, প্রস্থ ২ মিটার এবং ওজন প্রায় ৫০ টন। এটি তিন ধাপের সলিড-ফুয়েল চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

 

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement