গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চান জাতিসংঘ মহাসচিব

Published : ১২:০৭, ২১ আগস্ট ২০২৫
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইসরাইলের পূর্ণমাত্রার সামরিক অভিযানের প্রেক্ষিতে তিনি এ আহ্বান জানান। বৃহস্পতিবার জাপানে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগদানকালে গুতেরেস বলেন, ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঠেকাতে যুদ্ধবিরতি এখন জরুরি।
টোকিওতে আফ্রিকার উন্নয়ন বিষয়ক সম্মেলনে বক্তৃতাকালে মহাসচিব সতর্ক করেন, গাজায় ইসরাইলের অভিযান চলতে থাকলে অনিবার্যভাবে বিপুল মৃত্যু ও ধ্বংস ঘটবে। এ ধরনের মানবিক বিপর্যয় এড়ানোর কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি হামাসের হাতে আটক ইসরাইলিদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। পাশাপাশি পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতি সম্প্রসারণের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান গুতেরেস। আন্তর্জাতিক আইনে পশ্চিম তীরে বসতি স্থাপন নিষিদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে, গাজা দখলে বৃহৎ অভিযান শুরু করেছে ইসরাইলি সেনারা। তারা জানিয়েছে, গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে পরিকল্পিত আক্রমণের প্রথম ধাপ চলছে। বৃহস্পতিবার ভোর থেকে পরিচালিত হামলায় অন্তত ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইসরাইলি সেনাবাহিনী আগেই জানিয়েছিল, গাজা সিটি দখল পরিকল্পনা বাস্তবায়নে প্রায় ৬০ হাজার রিজার্ভ সেনা মোতায়েন করা হবে। সেই প্রস্তুতির মধ্যেই সাম্প্রতিক অভিযান শুরু হয়েছে।
অন্যদিকে ইসরাইলের অবরোধে গাজার খাদ্য, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় মানবিক সংকট চরমে পৌঁছেছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করে বলেছে, চলমান অবরোধের কারণে গাজাজুড়ে দ্রুত অপুষ্টি বাড়ছে।
Source: আমার দেশ
BD/AN