গাজা ট্র্যাজেডি বিশ্ব বিবেকের পরীক্ষা: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

Published : ১১:০৯, ২৬ আগস্ট ২০২৫
ইসরাইলের সামরিক অভিযানে গাজা উপত্যকায় যে ভয়াবহ বিপর্যয় চলছে, তা নিয়ে জরুরি বৈঠক করেছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। সোমবার অনুষ্ঠিত বৈঠকে মুসলিম বিশ্বের পক্ষ থেকে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। (সূত্র: মেহের নিউজ)
আরাগচি বলেন, “গাজার এই ট্র্যাজেডি শুধু মুসলমানদের ইস্যু নয়, বরং এটি পুরো বিশ্বের বিবেকের পরীক্ষা। তাই ধর্ম, ভূগোল বা জাতি নির্বিশেষে সবাইকে মানবতা, ন্যায়বিচার এবং মর্যাদার পক্ষে দাঁড়াতে হবে। এটিই সঠিক সময়।”
তিনি আরও সতর্ক করে বলেন, “দেরি হলে ইতিহাস ক্ষমা করবে না। গাজা অপেক্ষা করতে পারবে না। এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।”
গাজা সংকট নিরসনে চারটি প্রস্তাব উত্থাপন করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তাঁর মতে, এগুলো বাস্তবায়ন হলে ইসরাইলি দমননীতির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা যাবে এবং গাজার মানুষের দুর্দশা লাঘব হবে। প্রস্তাবগুলো হলো—
১. দখলদার ইসরাইলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা।
২. রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনি নিষেধাজ্ঞা আরোপ করা।
৩. আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা।
৪. অস্ত্র সরবরাহ ও ন্যায়বিচারের বিরুদ্ধে ভেটো ব্যবহার করে ইসরাইলকে সমর্থনকারী সরকারগুলোর মোকাবিলা করা।
আরাগচি আরও বলেন, “গাজা শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি প্রতিরোধ ও মানব মর্যাদার প্রতীক। এখন আর কথা বা প্রতিশ্রুতির সময় নয়—কাজের সময় এসেছে
BD/AN