১০ বছরের কারাদণ্ডে পিটিআইয়ের ৫৯ নেতা

১০ বছরের কারাদণ্ডে পিটিআইয়ের ৫৯ নেতা

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:০৪, ২৬ আগস্ট ২০২৫

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ৫৯ জন নেতাকে সহিংসতার মামলায় ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন দেশটির সন্ত্রাসবিরোধী আদালত। একই মামলায় ৩৪ আসামি খালাস পেয়েছেন। সোমবার ফয়সালাবাদ আদালত এই রায় ঘোষণা করে।

২০২৩ সালের ৯ মে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের পর দেশজুড়ে ব্যাপক দাঙ্গা ছড়িয়ে পড়ে। এসময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর বাড়িতে হামলা চালানো হয়। ওই মামলার রায়েই সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা ওমর আইয়ুব, শিবলি ফারাজ ও জারতাজ গুল।

দ্য ডনের খবরে বলা হয়, মামলায় মোট আসামি ছিলেন ১০৯ জন। তাদের মধ্যে ৭৫ জনকে সাজা ও ৩৪ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া শেখ রশিদ জাভেদসহ কয়েকজন কর্মীকে তিন বছর কারাদণ্ড দেওয়া হয়।

৯ মের ঘটনার পর দলের শীর্ষ নেতাসহ হাজারো পিটিআই কর্মীকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে ইমরান খানও একাধিক মামলায় কারাবন্দি। তবে সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এবং এমএনএ জয়েন কুরেশি অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন।

রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া প্রতিক্রিয়ায় জারতাজ গুল দাবি করেন, তিনি নির্দোষ।

এর আগে লাহোরের আদালতও একই ধরনের মামলায় পিটিআই নেতা ড. ইয়াসমিন রশিদ, ইজাজ চৌধুরী, মিয়ান মাহমুদ উর রশিদ ও সাবেক গভর্নর ওমর সরফরাজ চিমাসহ কয়েকজনকে ১০ বছরের কারাদণ্ড দেন। সম্প্রতি ইমরান খানের ভাগনে শেরশাহ ও শাহরেজও গ্রেপ্তার হন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement